বর্ষার সময় লং ড্রাইভকে আরও মজাদার করে তুলতে মানতেই হবে কিছু টিপস। ফাইল চিত্র।
বৃষ্টি পড়লেই মন উড়ু উড়ু করে, আর তখনই যদি চার চাকা নিয়ে বেরিয়ে পড়া যায় লং ড্রাইভে তা হলে তো কোনও কথাই নেই, তার মেজাজই আলাদা। কিন্তু বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়ায় বার বার মানুষকে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে হয়। ঘটতে পারে দুর্ঘটনাও। সাবধানতা অবলম্বন করে গাড়ি চালানো প্রয়োজন। একটু বৃষ্টি পড়লেই রাস্তায় জল জমে যায়, তাই গাড়িকে সুরক্ষিত রাখতে রইল কিছু টিপস।
টায়ার চেক
বর্ষাকালে গাড়ি নিয়ে রাস্তায় বেরনো মানেই টায়ারের অবস্থা শোচনীয় হয়ে ওঠে। তাই দুর্ঘটনা এড়াতে রাস্তায় যাওয়ার আগে টায়ারের পরীক্ষা করা জরুরি। ভারী বৃষ্টির পরে রাস্তায় জমে থাকা জলের স্তরগুলিতে জরাজীর্ণ টায়ারগুলির যথাযথ গ্রিপ ধরে না, টায়ারের উপর চাপ সৃষ্টি করে। টায়ারগুলি পর্যাপ্ত পরিমাণে জল বের করতে এবং যথাযথ গ্রিপ দিতে সহায়তা করছে কি না দেখে নিতে হবে। অবশ্যই টায়ার চেক করে নিয়ে বাইরে বেরনো উচিত।
এ দেশে প্রচলিত ধারণা, একটি বা দু’টি টায়ার পরিবর্তন করলেই সব ঠিক হয়ে যাবে, যা খুবই বিপজ্জনক। তাই প্রদত্ত ম্যানুয়ালের নির্দেশিকা অনুযায়ী চালককে সব সময় টায়ার বদল করতে হবে।
কাদায় পড়লে অকারণে চিন্তা করবেন না
গাড়ি যদি কখনও কাদায় আটকে যায় বা জলে পড়ে যায় তখন এটিকে বলা হয় ক্রাঙ্ক। চালক যদি মনে করেন গাড়ির কম ক্ষতি হয়েছে তা হলে সেই মুহূর্তে ইঞ্জিন বন্ধ করা উচিত। আর যদি গাড়ির ক্ষতির পরিমাণ বেশি বলে মনে হয় তা হলে ২৪ ঘণ্টা জরুরি পরিষেবা প্রদানকারী হেল্পলাইনে ফোন করুন। এখন গাড়ি সংস্থাগুলির নিজস্ব অ্যাপ-ও রয়েছে, যার অন্যতম ফিচার হল গ্রাহকের আপৎকালীন সময়ে প্রয়োজনীয় পরিষেবা দান করা। তাই আতঙ্কের কোনও কারণ নেই।
আরও পড়ুন: রিমোট ইঞ্জিন স্টার্ট-সহ একাধিক বৈশিষ্ট, চমক নয়া প্রজন্মের হন্ডা সিটিতে
বাড়িতে ফেরার পরে কী ভাবে গাড়ির যত্ন নেবেন
বৃষ্টিতে গাড়ি চালানোর পরে, গাড়ির যত্ন নেওয়ার প্রয়োজন রয়েছে। সমস্ত কাদা এবং ময়লা পরিষ্কার করতে গাড়িটি ভাল ভাবে ধুয়ে ফেলুন। ভিতর থেকে আসা স্যাঁতস্যাঁতে গন্ধ রোধ করতে সমস্ত জানলা খুলে দিয়ে পরিষ্কার করতে হবে এবং ফ্লোর ম্যাটগুলিকে শুকনো রাখার জন্য সরিয়ে ফেলতে হবে। বর্ষার সময় লং ড্রাইভকে আরও মজাদার হয়ে উঠবে এ বার।
বর্ষায় গাড়িকে সুরক্ষিত রাখতে এই সব টিপস গুলো মেনে চলুন। ছবি সৌজন্য: শাটারস্টক।
গাড়ির অভ্যন্তরীণ রক্ষণাবেক্ষণ
দুর্গন্ধ দূর করতে এবং গাড়ির শীততাপ নিয়ন্ত্রণ সিস্টেমকে জীবাণুমুক্ত রাখতে অবশ্যই গ্রাহককে অনুমোদিত ব্র্যান্ডের নির্দেশাবলি মেনে চলতে হবে। যদি কোনও গ্রাহক তা বুঝতে না পারেন সে ক্ষেত্রে তাঁর অনুমোদিত ব্র্যান্ডের সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে পরামর্শ করতে পারেন। জলের সঙ্গে যাতে বিদ্যুতের সরাসরি সংযোগ স্থাপন না হয় সেইদিকে নজর রাখতে হবে এবং মাঝে মধ্যে বৈদ্যুতিক তারগুলিকে পর্যবেক্ষণকরতে হবে। সহজেই সিট কভারের ভ্যাপসা ভাব শুকানোর জন্য একটি পোর্টেবল ভ্যাকুয়াম ক্লিনার গাড়িতে রেখে দেওয়া যায়। যতই চেষ্টা করা হোক না কেন বৃষ্টির দিনে গাড়ির ভিতরে বর্ষার জল ঢুকবেই। এর একটি বিকল্প হল, রবার ম্যাটের পরিবর্তে ফ্যাব্রিকের ম্যাট ব্যাবহার করা।
আরও পড়ুন: মাত্র ১৫ লক্ষে গাড়ি, নতুন এম জি হেক্টর প্লাস চোখ ধাঁধিয়ে দেবে গ্রাহকের
উইন্ডস্ক্রিন ওয়াইপার
যে কোনও গাড়ির উইন্ডস্ক্রিন ওয়াইপার সবচেয়ে অবহেলিত অংশ। চোখের সামনে থাকা সত্ত্বেও এ দিকে নজর পড়ে না। অনেকে বহু দিন ধরে একই ওয়াইপার ব্যবহার করেন। কিন্তু বর্ষার দিনে রাস্তাঘাটে এটি দৃশ্যমানতার ব্যাঘাত ঘটাতে পারে। তাই অবশ্যই রাস্তায় বেরনোর আগে উইন্ডস্ক্রিন ওয়াইপার ভাল ভাবে চেক করে নেওয়া জরুরি।
বর্ষায় কিছু খুচরো টিপস
বর্ষাকালে দু’ধরনের মানসিকতার মানুষ আমরা দেখতে পাই। একদল হল যারা বৃষ্টির প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে ভালবাসেন। আর একদল হল যাঁরা বৃষ্টি থামার অপেক্ষায় থাকেন। অস্বস্তিকর পরিস্থিতি এড়াতে কিছু টিপস আপনার জেনে রাখা প্রয়োজন। যেমন, গাড়ি নিয়ে বের হলে গুগল ম্যাপ দেখে রাস্তায় চলা। কোথায় বেশি যানজট রয়েছে সেটি ম্যাপে চেক করে নেওয়া। কোনও অপরিচিত জায়গায় যাওয়ার আগে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে সে জায়গা সম্পর্কে জেনে রাখা। গাড়ি নির্দিষ্ট স্থানে পার্কিং করা। যদি কার পুলিং করেন, তা হলে সে ক্ষেত্রে কিছু দিন পর পর বসার ম্যাট পরিবর্তন করতে হবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy