Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

ducati

ডুকাতির হাত ধরে পাল্টে যেতে চলেছে সুপারবাইকের দুনিয়া

রেসারদের জন্য এই বাইক আরও বেশি উপভোগ্য হয়ে উঠবে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৯ ১১:৩৩
Share: Save:

মাসিমো টাম্বুরিনি, এই ইতালিয়ান ভদ্রলোকের হাত ধরে পাল্টে গিয়েছিল সুপারবাইকের দুনিয়া। ডুকাতির ৯১৬ মডেলগুলি যার মধ্যে অন্যতম। তাঁর আঁকা বাইকের ডিজাইন রূপ পেতেই আকৃষ্ট হয়ে পড়ে জেন-ওয়াই। তাঁর শিল্পী হাতের ছোঁয়ায় বাইক হয়ে উঠল অনেক বেশি হাল্কা ও কম্প্যাক্ট। অনেকেই মনে করেন টাম্বুরিনির করা বাইকের ডিজাইনগুলি একেবারে আলাদা।

কিন্তু ডুকাতির দাবি, তাদের ‘প্যানিগ্যাল ভি৪ ২৫° অ্যানিভারসারিও ৯১৬’ বদলে দেবে সেই সুপারবাইকের ইতিহাস। এই ৯১৬ মডেলটি শুধু যে দেখার দিক দিয়েই নজর কেড়েছে তা নয়, শুরু হয়েছে ভাল বিক্রিও। বিশ্ব সুপারবাইক চ্যাম্পিয়নশিপেও সাফল্য পেয়েছে এই বাইক। ১৯৯৪ সাল থেকে এখনও অবধি ১২০টি রেসে জয় পেয়েছে তারা। রয়েছে আটটি কন্সট্রাকটরস’ টাইটেল এবং ছয়টি রাইডারস টাইটেল। যার মধ্যে চারটি জিতেছিলেন কার্ল ফোগারটি। ডুকাতির হয়ে এই ইংরেজ রেসার জিতেছেন ৫৫টি রেস। তার মধ্যে ৪৩টি রেসেই জিতেছেন ডুকাতি ৯১৬ এসবিকে এবং ৯৯৬ এসবিকে বাইক নিয়ে।

ডুকাতি এই বছর তাদের ২৫তম বর্ষপূর্তি পালন করার জন্য তৈরি করেছে এক নতুন ৯১৬ মডেল। সেই মডেলটি হল ‘প্যানিগ্যাল ভি৪ ২৫° অ্যানিভারসারিও ৯১৬’। যার মাত্র ৫০০টি ইউনিট পাওয়া যাবে বাজারে।

আরও পড়ুন: মহিন্দ্রা নিয়ে এল তাদের নতুন গাড়ি ‘মারাজ্জো’

এই বাইক তৈরি করা হয়েছে প্যানিগ্যাল ভি৪এস-এর মেকানিক্সেই। যদিও রেসারদের জন্য এই বাইক আরও বেশি উপভোগ্য হয়ে উঠবে। এর দুর্দান্ত লুকের সঙ্গে যোগ হয়েছে ফোর্জড ম্যাগনেসিয়াম হুইলস ও টাইটেনিয়াম টাইপ-অ্যাপ্রুভড অ্যাক্রপোভিক এক্সহস্ট।

সেরজি ক্যানোভ্যাস, এ দেশে ডুকাতির ম্যানেজিং ডিরেক্টর বলেছেন, “বর্গ প্যানিগ্যালের ফ্যাক্টরি থেকে বেরনো বাইকগুলির মধ্যে এটা অন্যতম। এর ডিজাইন ও পারফরম্যান্স বদলে দেবে সুপারবাইকের ইতিহাস। ২৫তম বর্ষে ৯১৬-এর এক নতুন মডেল ‘পানিগ্যাল ভি৪’। এই মডেল আমাদের ইতিহাসকে যেমন তুলে ধরে, তেমনই প্রমাণ দেয় আধুনিকতার। কিছু দিনের মধ্যেই ভারতে আসতে চলেছে এই মডেল। আশা রাখি এখানেও দারুণ সারা জাগাবে ‘প্যানিগ্যাল ভি৪ ২৫° অ্যানিভারসারিও ৯১৬’।

আরও পড়ুন: পুজোর আগেই মাত্র ৩.৬৯ লক্ষ টাকায় পাওয়া যাবে মিনি এসইউভি

কার্ল ফোগারটির উপস্থিতিতে এই বাইকের উদ্বোধন অনুষ্ঠান আরও বর্ণময় হয়ে ওঠে। তিনি বলেন, “এই অনুষ্ঠানে এসে আমি রোমাঞ্চিত। ডুকাতি ৯১৬-এর সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। যা কখনই আমার পক্ষে ভোলা সম্ভব নয়।”

ডুকাতির এই বাইকের প্রদর্শনী ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আমেরিকার বিখ্যাত ডুকাতি আইল্যান্ডে। ভারতের বাইকপ্রেমীদের অপেক্ষা করতে হবে পুজো অবধি। অক্টোবরের মধ্যে ভারতের বাজারেও চলে আসবে ‘প্যানিগ্যাল ভি৪ ২৫° অ্যানিভারসারিও ৯১৬’। তার দাম আন্দাজ করা হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫ লক্ষ টাকা।

অন্য বিষয়গুলি:

Durga Puja 2019 Ananda Utsav 2019 Ducati Rcaing Byke Byke
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy