দেশের অর্থনীতির উত্থান-পতনের হদিশ নাকি দেয় গাড়ি বাজার। বিশেষজ্ঞদের মতে ভারতের গাড়ি বাজারের হাল এই মুহূর্তে খানিকটা শ্রাবণের আকাশের মতো নিম্নগামী। যদিও বিপরীত মতে বিশ্বাসী মানুষেরা তুলে ধরবে অন্য চিত্র। শরতের আকাশে নতুন সাদা মেঘের আগমনের মতোই পুজোর আগে গাড়ির বাজারে চলে এল বিএমডব্লিউ ৭ সিরিজ।
এই সিরিজের সেডান গাড়িগুলি এসইউভি-র ভিড়েও আলাদা জায়গা করে নিচ্ছে। বিশ্বের গাড়ি বাজারে বছরের শুরুর দিকে এলেও ভারতে এসেছে কিছু দিন আগে। বিএমডাব্লিউ ৭ সিরিজের গাড়িগুলি আগেই চোখ টেনেছে গাড়িপ্রেমীদের। গাড়ির সামনের গ্রিলের ডিজাইন একে আকর্ষণীয় করে তুলেছে। গাড়ির বনেট এবং হেডল্যাম্পেও পরিবর্তন এনেছে বিএমডব্লিউ সংস্থা।
গাড়ির ছাদের বেঁকে সরু হয়ে আসা লুক বেশ স্পোর্টই করে তুলেছে বলে মত গাড়িপ্রেমীদের। পেট্রল এবং ডিজেল দুই ভ্যারাইটিতে পাওয়া যাবে এই সিরিজ। ভারতে এই গাড়ি তৈরি হচ্ছে চেন্নাইতে। প্রথম বারের জন্য ভারতে প্লাগ-ইন-হাইব্রিড মডেল পাওয়া যেতে চলেছে। অর্থাৎ ইলেকট্রিক মোটর এবং পেট্রল ইঞ্জিন দুই ধরনের সুবিধাই পাওয়া যাবে এই গাড়িতে। যা এক অসাধারণ ড্রাইভিং অনুভূতি দিতে চলেছে বলাই যায়।
আরও পড়ুন:পকেটসই দামে এসইউভি-র খোঁজ করছেন? ফোর্ড ইকোস্পোর্টে আস্থা রাখুন
বিএম ডব্লিউ ৭ সিরিজের ইন্টিরিয়র
বিএমডব্লিউ-র ভারতীয় শাখার প্রেসিডেন্ট ডঃ হান্স-ক্রিশ্চিয়ান বায়েরটেলস বলেছেন, “বিএমডব্লিউ ৭ সিরিজের গাড়িগুলি বিলাসবহুল গাড়ির ভবিষ্যতের দিশারী হতে চলেছে। আমরা আশাবাদী এই সিরিজ সকলের প্রত্যাশা পূরণ করবে।”
আরও পড়ুন:বিএমডব্লিউ আনল আধুনিক প্রযুক্তির বাইক, কী কী সুবিধা, দাম কত?
বিএমডব্লিউ ৭ সিরিজের বিভিন্ন মডেলের দামগুলি নিম্নরূপ:
৭৩০ এলডি ডিজাইন পিওর এক্সসিলেন্স— একর কোটি ২২ লক্ষ ৪০ হাজার টাকা।
৭৩০ এলডি ডিজাইন পিওর এক্সসিলেন্স সিগনেচার— এক কোটি ৩১ লক্ষ ৫০ হাজার টাকা
৭৩০ এলডি এম স্পোর্ট— এক কোটি ৩৪ লক্ষ ৬০ হাজার টাকা
৭৪০ এলআই ডিজাইন পিওর এক্সসিলেন্স— এক কোটি ৩৪ লক্ষ ৬০ হাজার টাকা।
৭৪৫ এলই এক্সড্রাইভ (সিবিইউ)— এক কোটি ৬৫ লক্ষ টাকা।
এম৭৬০এলআই এক্সড্রাইভ (সিবিইউ)- ২ কোটি ৪২ লক্ষ ৫০ হাজার টাকা।
বিএম ডব্লিউ ৭ সিরিজ
এ বার দেখে নেওয়া যাক গাড়ির ভিতরটাও। বিলাসিতার আদর্শ স্থান তৈরির সব রকম প্রচেষ্টা সেখানে করেছে বিএমডব্লিউ। অত্যাধুনিক আলো, তাপমাত্রা নিয়ন্ত্রক যেমন রয়েছে, তেমনই রয়েছে এইচডি স্ক্রিন। গাড়ির ভিতরে বসে কাচ বন্ধ করার পর বাইরের আওয়াজ খুব একটা ভিতরে আসে না। এক দিক থেকে এটা যেমন বাইরের শব্দদূষণ থেকে রেহাই দেবে, তেমনই অবশ্য চিন্তায় রাখবে অন্য গাড়ির হর্ন শুনতে না পাওয়ার বিষয়টিও। আট গিয়ারের এই গাড়িতে থাকছে ১০.২৫ ইঞ্চি ডিসপ্লে। অ্যানড্রয়েড এবং অ্যাপল দুই ধরনের ফোনই সংযোগ করা যাবে তার সঙ্গে। ৭৮ লিটার ফুয়েল ট্যাঙ্ক থাকছে এর সঙ্গে। রয়েছে সর্বাধিক ৬২০ টর্ক তৈরির ক্ষমতাশালী ইঞ্জিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy