Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Ananda Utsav News

নতুন গাড়ি কিনছেন? এই পাঁচটি বিষয় খেয়াল রাখতে ভুলবেন না

বাঙালি হিসেবে গড়িয়াহাট থেকে নিউ মার্কেটে ঘুরে যা শিখেছেন, সেই দরাদরি বুদ্ধি ব্যবহার করে কমিয়ে ফেলতে পারেন গাড়ির দামও।

জয়দীপ সুর
কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৮ ১১:৫১
Share: Save:

দেশ জুড়েই গাড়ি বিক্রির হার বাড়ছে। আপনারও কি গাড়ির কেনার ইচ্ছে রয়েছে? প্রথম বার গাড়ি কিনতে হলে কী কী বিষয় মাথায় রাখা উচিত জানেন কি? আপনার মতো ক্রেতাদের পছন্দ-প্রয়োজন-পরিবর্তনের কথা মাথায় রেখে কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হল।

প্রয়োজন বুঝে বাজেট

ডিলারের শো-রুমের সেলসপার্সন আপনাকে বোঝাতেই চাইবেন, বাজেট আর একটু বাড়িয়ে নিতে। সে ক্ষেত্রে আপনি বাড়তি আরও কী কী সুবিধা পাবেন, তা-ও জানিয়ে দেবেন তিনি। আপনার মনে হতেই পারে, সেলসপার্সনের কথা মতো তেমনটা করাই ভাল। কিন্তু অতিরিক্ত বাজেটের গাড়ির ইএমআই সময় মতো দিতে না পারলে কিন্তু আপনার শখের গাড়ি হাতছাড়া হয়ে যেতে পারে।

পেট্রল নাকি ডিজেল?

দিনে দিনে যে ভাবে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে এবং দামের পার্থক্য কমছে, তাতে অচিরেই ‘ডিজেল গাড়িতে তেলের খরচা কম’— এই ধারণার দিন শেষ হতে চলেছে। একান্তই যদি না আপনার গাড়ি দিনে ৫০ কিলোমিটারের বেশি চলে আর সেই গাড়ি তিন থেকে চার বছর অন্তত চালানোর প্ল্যান করছেন, তা হলে ডিজেল হোক বা পেট্রল, দু’ধরনের গাড়িতেই প্রায় সমান খরচ হবে।

খুঁজে দেখুন, আরও ভাল অফার পাবেন

শুধু এক জায়গা থেকেই খোঁজখবর না করে বরং আরও কয়েকটি গাড়ির ডিলারের কাছে যান। শুধু বিভিন্ন গাড়ি নয়, আপনার পছন্দের গাড়ির উপরেও এক-এক জন ডিলারের কাছে একাধিক রকম অফার পাবেন। বাঙালি হিসেবে গড়িয়াহাট থেকে নিউ মার্কেটে ঘুরে যা শিখেছেন, সেই দরাদরি বুদ্ধি ব্যবহার করে কমিয়ে ফেলতে পারেন গাড়ির দামও। যখন এক জন সেলসপার্সন জানতে পারবেন, আপনি অন্য কোথাও আরও কম দামে পছন্দের গাড়িটা পেয়ে যাচ্ছেন, অতিরিক্ত কিছু ডিসকাউন্ট আপনি সেখানে পেলেও পেয়ে যেতে পারেন।

আরও পড়ুন
ভিড়ের জন্য নামী দামি পুজো দেখতে পান না? একা ঠাকুর দেখুন এই ভাবে

শুধু আজকের জন্যে অফার?

প্রতিটি সেলসপার্সনকেই গাড়ি বিক্রির নির্দিষ্ট একটি টার্গেট দেওয়া থাকে, তাই গাড়ি বিক্রির হাজার কৌশল তাদের মুখস্ত। ফলে সেলসপার্সনের কথার ফাঁদে পা দেওয়ার আগে খেয়াল করুন, আজকেই বা এই মুহূর্তে গাড়ি কেনার জন্য তিনি জোর দিচ্ছেন কি না! আপনাকে তিনি যদি বলেন যে, ‘এই দাম, এই অফার শুধুমাত্র আজকের জন্য’— তবে চিন্তা করবেন না। নিশ্চিত জানবেন, আগামী কাল আবার দাম কমবে, আবার অফার আসবে, যা আজকের মতই কিংবা তার থেকে আরও ভাল অফার!

আরও পড়ুন
বেড়াতে যাচ্ছেন? কোথায় কী রকম ক্যামেরা লাগবে জানেন তো?

বিশেষ অফার থাকলেও অফার চাইতে ভুলবেন না

অনেক ক্ষেত্রে গাড়ি কেনার সঙ্গে সঙ্গে আপনাকে সহজ মাসিক কিস্তি অথবা বিমার উপর বিশেষ ছাড় দেওয়া হয়। ডিলার আপনাকে বোঝাতেই পারেন, এই অফারের জন্যে তাঁর খানিক লোকসান হচ্ছে। আদপে কিন্তু এমনটা নয়। আসলে কোম্পানির তরফেই এই অফারগুলি দেওয়া হয়। ডিলার কখনই তাঁর নিজের পকেট থেকে সেটা দেন না। তাই, অফার থাকলেও আপনি ডিসকাউন্ট চাইতে ভুলবেন না।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy