ফের বন্দুকবাজের হামলা, কোপেনহাগেনে হত ১

গত কালের পর ফের বন্দুকবাজের হামলা কোপেনহাগেনে। এবং আবারও বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছেন এক জন। ডেনমার্ক পুলিশ জানিয়েছে, আজ সকালে কোপেনহাগেনের প্রধান ইহুদি ধর্মস্থানের বাইরে বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছেন এক ইহুদি। আহত হয়েছেন দুই পুলিশকর্মী। এ দিকে, গত কাল কোপেনহাগেনের কাফেতে বাক্-স্বাধীনতা নিয়ে একটি আলোচনা চলার সময় আচমকাই বন্দুকবাজের হামলা হয়। সে সময় সেখানে ছিলেন সুইডেনের শিল্পী লর্স ভিকস্।

Advertisement

সংবাদ সংস্থা

কোপেনহাগেন শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৫ ০২:০০
Share:

গত কালের পর ফের বন্দুকবাজের হামলা কোপেনহাগেনে। এবং আবারও বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছেন এক জন।

Advertisement

ডেনমার্ক পুলিশ জানিয়েছে, আজ সকালে কোপেনহাগেনের প্রধান ইহুদি ধর্মস্থানের বাইরে বন্দুকবাজের হামলায় প্রাণ হারিয়েছেন এক ইহুদি। আহত হয়েছেন দুই পুলিশকর্মী। এ দিকে, গত কাল কোপেনহাগেনের কাফেতে বাক্-স্বাধীনতা নিয়ে একটি আলোচনা চলার সময় আচমকাই বন্দুকবাজের হামলা হয়। সে সময় সেখানে ছিলেন সুইডেনের শিল্পী লর্স ভিকস্। ২০০৭ সালে লর্সের আঁকা একটি ব্যঙ্গচিত্র ঘিরে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগ ওঠে। ওই বন্দুকবাজের হামলায় প্রাণ হারান বছর পঞ্চান্নর এক ব্যক্তি। আহত হয়েছেন তিন পুলিশকর্মী। তখনকার মতো পালিয়ে গেলেও, পরে ওই বন্দুকবাজকে ধরে ফেলে নিকেশ করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গত কালের হামলা এবং আজকের ঘটনার পিছনে হাত রয়েছে এক জনেরই। যে ব্যক্তিকে তারা নিকেশ করেছে, দু’টি হামলার ঘটনা তারই মস্তিষ্কপ্রসূত। পুলিশ জানিয়েছে, নিহত বন্দুকবাজ বছর চল্লিশের। তবে এখনও পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।

Advertisement

পুলিশের অনুমান, গত মাসে প্যারিসের প্রাণকেন্দ্রে সাপ্তাহিক পত্রিকা ‘শার্লি এবদো’-র দফতরে জঙ্গিহানার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েই পর পর দু’টি হামলা কোপেনহাগেনে। তবে দু’টি হত্যাকাণ্ডের পিছনে কী কারণ থাকতে পারে সে বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানা যায়নি।

কোপেনহাগেনের এই দু’টি হত্যাকাণ্ডের আজ নিন্দা করেছে সৌদি আরব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement