ইন্টারনেটের স্বাধীনতা নিয়ে চিনে সরব মিশেল
সংবাদ সংস্থা • বেজিং
যে দেশে টুইটার, ফেসবুক নিষিদ্ধ, সে দেশের রাজধানীতে দাঁড়িয়ে ইন্টারনেটের স্বাধীনতার পক্ষে সওয়াল করলেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। এক সপ্তাহের জন্য চিন সফরে এসে পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সামনে মিশেল জানালেন, তথ্য সবার জন্য। অনলাইন দুনিয়ার শরিক হওয়ার অধিকার রয়েছে প্রত্যেকেরই। মা আর দুই মেয়ে মালিয়া এবং সাশাকে নিয়ে বৃহস্পতিবার চিনে এসেছেন মিশেল। কখনও ছাত্রছাত্রীদের সঙ্গে টেনিস খেলে, কখনও দ্রষ্টব্য স্থানে ঘুরতে গিয়ে রাজনীতি থেকে দূরত্ব বজায় রেখেই চলছিলেন তিনি। কিন্তু আজ তিনি যে ভাবে ইন্টারনেটের স্বাধীনতা নিয়ে সরব হলেন, তাতে নেট-বিশ্বে রক্ষণশীল বেজিং প্রশাসনের কপালে ভাঁজ পড়তেই পারে। চিনে মানবাধিকার লঙ্ঘন বা বাক স্বাধীনতায় হস্তক্ষেপে বিভিন্ন সময়ে সমালোচনাও করেছে মার্কিন প্রশাসন। তবে আজ ইন্টারনেট প্রসঙ্গে বলতে গিয়ে চিনের নাম এক বারও করেননি মিশেল। বলেন, “প্রত্যেকেরই নিজেকে স্বাধীন ভাবে তুলে ধরার অধিকার রয়েছে। গোটা দুনিয়ার মানুষ ইন্টারনেট এবং সংবাদমাধ্যমের সাহায্যে তথ্য জানুক। আমেরিকার সংবাদমাধ্যম আমার স্বামী আর আমাকে নিয়মিত প্রশ্ন করে, সমালোচনাও করে। সেটার মুখোমুখি হওয়া সব সময় সহজ নয়।” চিনা সংবাদমাধ্যমেও যথেষ্ট বিধিনিষেধ রয়েছে। রাজনীতি বা কোনও বিতর্কিত বিষয় খোঁজ করতে গেলে ইন্টারনেটেও বাধা পান দেশের মানুষ। গত ডিসেম্বরে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন চিনে এসে বলেন, “মানবাধিকারের প্রতি সম্মান দেখালে এই দেশ আরও স্থিতিশীল এবং শক্তিশালী হয়ে উঠতে পারে।”
চিনের স্টেশনে আবার হামলা
সংবাদসংস্থা • বেজিং
চিনা রেল স্টেশনে ফের ছুরি নিয়ে হামলা চালাল এক দুষ্কৃতী। শনিবার সকালে মধ্য চিনের ইউনান প্রদেশের হুয়াইহুয়া রেল স্টেশনে ঘটনাটি ঘটে। ছুরির আঘাতে গুরুতর জখম হন তিন জন। অল্পবিস্তর আঁচড় লাগে দুই শিশুর গায়েও। সশস্ত্র ওই দুষ্কৃতীকে ধাওয়া করে ধরে ফেলে স্টেশনে উপস্থিত যাত্রীরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ধৃত বছর তিরিশের ওই যুবকের নাম শেন। চিনের শানজি প্রদেশের বাসিন্দা সে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। শুরু হয়েছে তদন্ত। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের। এর আগে গত ১ মার্চ ইউনান প্রদেশেরই কুনমিং রেল স্টেশনে ছুরি নিয়ে হামলা চালায় জনা দশেক জঙ্গি। মৃত্যু হয় ৩৩ জনের। ঘটনায় উইঘুর জঙ্গিদের হাত রয়েছে বলে তখন দাবি করেছিল চিনা সরকার।
পথ দুর্ঘটনায় মৃত্যু ৩৫ জনের
সংবাদসংস্থা • লাহৌর
ট্রাক ও যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে মৃত্যু হল ৩৫ জনের। গুরুতর জখম আরও কুড়ি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উপকূলবর্তী শহর গদানির কাছে জাতীয় সড়কের উপর। গদানি থেকে করাচিগামী একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকে। ডিজেল ও পেট্রোলের ক্যান ভর্তি ওই ট্রাকটিতে আগুন লেগে যায় সঙ্গে সঙ্গে। আগুন ছড়িয়ে পড়ে বাসটিতেও। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৫ জনের। জখম তিরিশ জন যাত্রীকে চিকিৎসার জন্য করাচিতে নিয়ে যাওয়ার পথেই মারা যান আরও দশ জন। পুলিশ জানিয়েছে, আহতদের অধিকাংশ মহিলা ও শিশু। উল্টো দিক থেকে আসা ট্রাকে ডিজেল, পেট্রোল পাচার হচ্ছিল বলে সন্দেহ পুলিশের।
এক্সেলেন্স অন ট্যুর
—নিজস্ব চিত্র।
আমেরিকা, ইংল্যান্ডের গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে ভারতীয় ছাত্রছাত্রীরা জার্মানিকেও বিদেশে শিক্ষার গন্তব্য করুক, চাইছেন জার্মান কূটনীতিকরা। জার্মান কনসাল জেনারেল রাইনার শ্মিডচেনের ব্যাখ্যায়, সে দেশেও পড়ুয়াদের জন্য স্কলারশিপ এবং গবেষণার যথেষ্ট সুযোগ আছে এবং ভারতের সঙ্গে জার্মানির সম্পর্কও যথেষ্ট ভাল। দু’দেশের যৌথ উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণাকে জোরদার করতে শনিবার সায়েন্স সিটিতে ‘এক্সেলেন্স অন ট্যুর’ নামে একটি অনুষ্ঠানের সূচনা করে এ কথা জানান তিনি।