কপ্টার ভেঙে দুই অলিম্পিক পদকজয়ী-সহ ১০ জনের মৃত্যু

হেলিকপ্টারে ওঠার আগেও খোশমেজাজে গল্প করছিলেন ওঁরা। তিনজনেই ফরাসি ক্রীড়াবিদ। যাঁদের মধ্যে দু’জন অলিম্পিক পদকজয়ী। কিছু ক্ষণ পরেই একটি জনপ্রিয় ফরাসি রিয়্যালিটি শোয়ের শ্যুটিং করতে ওড়ার জন্য তৈরি হচ্ছিল দু’টি হেলিকপ্টার। সেই ওড়াই বদলে গেল দুঃস্বপ্নে। শ্যুটিং শুরু হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার দু’টি। প্রাণ হারালেন ওই তিন ফরাসি ক্রীড়াবিদ-সহ ১০ জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৫ ০২:৫২
Share:

চলছে ধ্বংসাবশেষ সরানোর কাজ। ছবি: এএফপি।

হেলিকপ্টারে ওঠার আগেও খোশমেজাজে গল্প করছিলেন ওঁরা। তিনজনেই ফরাসি ক্রীড়াবিদ। যাঁদের মধ্যে দু’জন অলিম্পিক পদকজয়ী। কিছু ক্ষণ পরেই একটি জনপ্রিয় ফরাসি রিয়্যালিটি শোয়ের শ্যুটিং করতে ওড়ার জন্য তৈরি হচ্ছিল দু’টি হেলিকপ্টার।

Advertisement

সেই ওড়াই বদলে গেল দুঃস্বপ্নে। শ্যুটিং শুরু হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার দু’টি। প্রাণ হারালেন ওই তিন ফরাসি ক্রীড়াবিদ-সহ ১০ জন। ঘটনাটি ঘটেছে আর্জেন্তিনার রাজধানী বুয়েনস আইরেস থেকে প্রায় ১২০০ কিলোমিটার উত্তরে লা রিওজা প্রদেশের ভিলা ক্যাসতেলি এলাকায়। প্রাথমিক তদন্তে সন্দেহ, মাঝ আকাশে সংঘর্ষ হয়েছিল হেলিকপ্টার দু’টির।

মৃত ফরাসি ক্রীড়াবিদরা হলেন কামিল মুফো (২৫), আলেক্সিস ভাস্তিন (২৮) এবং ফ্লোরেন্স আর্থো (৫৭)। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে মেয়েদের ২০০ মিটার সাঁতারে সোনা জিতেছিলেন কামিল। অ্যালেক্সিস ২০০৮-এর বেজিং অলিম্পিকে ছেলেদের বক্সিংয়ে ব্রোঞ্জ জেতেন। ফ্লোরেন্স ছিলেন বিশ্বখ্যাত ইয়ট-চালিকা। তাঁদের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ।

Advertisement

জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ড্রপড’-এর শ্যুটিং শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে। বিভিন্ন জায়গা ঘুরে শ্যুটিংয়ের দল এসেছিল আর্জেন্তিনার পাহাড় ঘেরা লা রিওজায়। হেলিকপ্টার দু’টি নেওয়া হয়েছিল প্রাদেশিক সরকার এবং স্থানীয় পুলিশের কাছ থেকে। আবহাওয়া ছিল সুন্দর। পূর্ব পরিকল্পনামতোই বিকেলের দিকে হেলিকপ্টার দু’টি ওড়ে। এবং তার কিছু পরেই প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে চারপাশ।

মাত্র এক দিন আগে শো থেকে আউট হয়ে না গেলে যে কোনও একটি হেলিকপ্টারে হয়তো থাকতেন প্রাক্তন আর্সেনাল ফুটবলার সিলভাইন উইলটর্ড। টুইটারে তিনি লিখেছেন, “এখনও ভয়ে কাঁপছি। কথা বলার অবস্থায় নেই। আর কিচ্ছু বলতে চাই না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement