Crime

একই কিশোরীর সঙ্গে তিন বন্ধুর প্রেম, সম্পর্কের টানাপড়েনে যুবককে কুপিয়ে খুন দু’জনের!

ধৃতদের থেকে খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। খুনের ঘটনায় আরও তিন জন জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২২ ১৫:১৬
Share:

খুনের ঘটনায় জড়িত আরও তিন জন জড়িত বলে জানিয়েছে পুলিশ। প্রতীকী ছবি।

‘এক ফুল দো মালি’ নয়, এ যেন ‘এক ফুল তিন মালি’! একই কিশোরীর প্রেমে পড়েছিলেন তিন বন্ধু। আর তা নিয়েই তিন বন্ধুর মধ্যে যত গোলমালের সূত্রপাত। সম্পর্কের টানাপড়েনে শেষ পর্যন্ত এক বন্ধুকে খুন করলেন অপর দুই বন্ধু। এমনই অভিযোগ উঠেছে বাংলাদেশের চট্টগ্রামে।

Advertisement

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে খবর, এক কিশোরীর সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল কাদের নামে এক যুবকের। কিছু দিন পর তাঁদের সেই সম্পর্ক ভেঙে যায়। এর পর ওই কিশোরীর প্রেমে পড়েন কাদেরের এক বন্ধু সাকিব। তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। সাকিবের সঙ্গে সম্পর্কে থাকাকালীনই ওই কিশোরী তাঁদের আরও এক বন্ধু রকিবুল ইসলামের প্রেমে পড়ে। এ কথা জানাজানি হতেই তিন বন্ধুর মধ্যে সম্পর্কে তিক্ততা বাড়ে।

গত সোমবার বাকলিয়া থানার বলির বাটের ঘাটকূল এলাকায় ২১ বছর বয়সি রকিবুলকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে তাঁরই দুই বন্ধু কাদের ও সাকিবের বিরুদ্ধে। তাঁদের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। খুনের ঘটনা বুধবার চট্টগ্রাম মহানগর পুলিশের তরফে জানানো হয়।

Advertisement

বাকলিয়া থানার এক আধিকারিক প্রথম আলোকে জানিয়েছেন যে, গোপন সূত্রে খবর পেয়েই আনোয়ারা উপজেলা থেকে কাদের ও চন্দনাইশ থেকে সাকিবকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। খুনের ঘটনায় আরও তিন জন জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। তাঁদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাদেরের পানের দোকান রয়েছে। কাঠমিস্ত্রির কাজ করেন সাকিব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement