গুনে গুনে বাকি আর ছ’দিন। তার পরেই একটা নতুন বছর। আর এই বছরেও আপনার জন্য অপেক্ষা করে আছে বেশ কিছু চমক! ঘটনার ঘনঘটাও কম নেই কিন্তু। দোরগোড়ায় দাঁড়িয়ে থাকা নতুন বছরটা বিভিন্ন দিক থেকেই হতে চলেছে আকর্ষণীয়। খেলা থেকে সিনেমা, বিজ্ঞান থেকে রাজনীতি কেন এই বছর এত ঘটনাবহুল জানেন? গ্রাফিক: শৌভিক দেবনাথ।
শুধু আমআদমি নয়, দেশের নেতা-মন্ত্রীদের কাছেও এই ২০১৯ খুব গুরুত্বপূর্ণ। এখন থেকেই নিজ নিজ শিবিরের ছক ও পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে পড়ছে রাজনৈতিক দলগুলি। লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ২০১৯-এ! কে আসবেন ক্ষমতায়,ফের মোদী? না কি এ বার গাঁধী পরিবারের হালে লাগবে নতুন হাওয়া? দেশের জনগণও উৎসুক এই নির্বাচন নিয়ে।
তবে লোকসভা ভোটের রাজনীতির হাওয়ার সঙ্গেই দেশ জুড়ে চলবে আর এক লড়াইয়ের উত্তেজনা। ২০১৯-এই অনুষ্ঠিত হতে চলেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে এই ক্রিকেটজ্বর। সুতরাং সিটবেল্ট বেঁধে তৈরি থাকুন কিন্তু। ক্রিকেটপ্রেমী হোন বা না হোন, এ ঝড়ের আঁচ আপনার গায়েও লাগবে।
শুধু ক্রিকেট বিশ্বকাপই নয়, আইপিএল ঝড়ের জন্যও তৈরি থাকুন ২০১৯-এ। ২৩ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। ইতিমধ্যেই খেলোয়াড়দের নিলাম, দল প্রস্তুতি সবই সেরে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কেমন পারফর্ম করবে এ বার কলকাতা নাইটরাইডার্স? টি২০ ক্রিকেটের এই উত্তেজনা পেতে হাতে বাকি আর মাস চারেক।
হাই স্পিড ইন্টারনেট সার্ভিসকে সহজলভ্য করে তুলতে গিগাবাইট ইন্টারনেট স্যাটেলাইটউৎক্ষেপণ শুরু করবে স্পেশএক্স। ক্যালিফোর্নিয়ার সদর দফতরে দাঁড়িয়ে ইতিমধ্যেই এ কথা ঘোষণা করেছেন স্পেসএক্স প্রধান এলন মাস্ক। ২০১৪ সালের মধ্যেই ইন্টারনেট ব্যবস্থাকে সহজলভ্য ও আরও গতিশীল করে তোলাই এর লক্ষ্য।
আর ফোর নয়, ২০১৯-এই একেবারে ফাইভ জি পরিষেবা আনতে চলেছে রিলায়্যান্স জিও। জনগণের কাছে এই পরিষেবা সহজেই পৌঁছে দেওয়ার মতো স্কিমও আনবে জিও। ফাইভ জি আসায় ডাউনলোডের স্পিড ফোর জি-র তুলনায় আরও ৪০ গুণ উন্নত হবে বলে আশা জিও কর্তৃপক্ষের।
‘আদিত্য এল-১’-এর উপর ভরসা করে প্রথম বার সূর্যে উপগ্রহ পাঠাতে চলেছে ইসরো। কোয়ান্টাম ফিজিক্সের জটিল ও সমাধান না হওয়া কিছু তত্ত্ব এবং সূর্যের গতিপ্রকৃতি সম্পর্কে না জানা তথ্য এর মাধ্যমে উন্মোচিত হবে বলে আশা বিজ্ঞানীমহলে। ইসরো-র এই প্রচেষ্টা ঘিরে ইতিমধ্যেই আগ্রহ দানা বেঁধেছে বিশ্ব জুড়ে।
২০১৯-এই বিশ্বের প্রথম হাইপারলুপ ট্রেনের আমদানি করছে স্পেন। ৫ টন ওজন ও ৩২ মিটার লম্বা এই ট্রেন ৪০ জন সওয়ারিকে বহন করার ক্ষমতা রাখে। ১২২৩ কিমি প্রতি ঘণ্টা গতিবেগে চলবে এই হাইপারলুপ। তবে কেবল স্পেনেই নয়, ভারতেও খুব শীঘ্রই এই প্রযুক্তি আনতে চলেছে! সুতরাং তৈরি থাকুন!
অনলাইনে গেম খেলতে ভালবাসেন? তা হলে আপনার জন্য ২০১৯ হতে চলেছে উত্তেজনার বছর। এ বছরই প্লে স্টেশন ৫ বাজারে আসতে চলেছে। এখনও পর্যন্ত দিনক্ষণ ঠিক না হলেও ২০১৯-এর মাঝামাঝি তা বাজারে এসে যাবে বলেই আশা।
সিনেমাপ্রমীদের জন্যও এই বছর সুখের। অ্যাভেঞ্জার্স-এর চার নম্বর সিকোয়েলটি মুক্তি পেতে চলেছে ২০১৯-এর এপ্রিলেই। মার্ভেল কমিকসের সুপারহিরোর দল অ্যাভেঞ্জার্সের উপর ভিত্তি করে তৈরি এই চলচ্চিত্র। গোটা দুনিয়া জুড়েই বিপুল জনপ্রিয় এটি। আয়রন ম্যান, হাল্ক, ক্যাপ্টেন আমেরিকারা কী চমক নিয়ে হাজির হবেন তা দেখতে উন্মুখ নিশ্চয় আপনিও?
জর্জ আর আর মার্টিনের ধারাবাহিক ফ্যান্টাসি উপন্যাস অবলম্বনে তৈরি আ গেম অব থ্রোনস টেলি ধারাবাহিকটি। ২০১৯-এ অষ্টম মরসুম দিয়ে শেষ হতে চলেছে এটি। ২০১১ সালের ১৭ এপ্রিল এইচবিও চ্যানেলে প্রথম প্রচারিত হয় এটি। তার পর থেকেই টিআরপি-র দৌড়ে পিছনে ফেলে দেয় সব ক’টি টেলি ধারাবাহিককে।