Russia-China Retation

জিনপিংকে বিশেষ অতিথি হওয়ার আমন্ত্রণ পুতিনের, বিজয় দিবসে মস্কোয় থাকবেন আরও এক রাষ্ট্রনেতা

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নেতৃত্বাধীন নাৎসি জার্মানির চূড়ান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের ৯ মে সরকারি ভাবে সামরিক অভিযানে ইতি টেনেছিল সোভিয়েত ইউনিয়ন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১১:২৫
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আগামী ৯ মে মস্কোয় আয়োজিত ৮০তম বিজয় দিবসের কুচকাওয়াজে বিশেষ অতিথি হিসাবে হাজির থাকবেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়েছেন তিনি। শনিবার এ কথা জানিয়েছেন রাশিয়ার উপ-বিদেশমন্ত্রী আন্দ্রে রুডেনকো।

Advertisement

জিনপিংয়ের পাশাপাশি মস্কোর রেড স্কোয়্যারে আয়োজিত ওই কর্মসূচিতে ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নেতা তো লামও হাজির থাকবেন বলে জানিয়েছেন রুডেনকো। তিনি বলেন, ‘‘আরও কয়েক জন এশীয় রাষ্ট্রনেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আর কারা থাকবেন সে বিষয়ে প্রেসিডেন্টের দফতর চূড়ান্ত ঘোষণা করবে।’’

দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের নেতৃত্বাধীন নাৎসি জার্মানির চূড়ান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের এই তারিখেই সরকারি ভাবে সামরিক অভিযানে ইতি টেনেছিলেন অবিভক্ত সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট জোসেফ স্তালিন। এখনও রাশিয়া জুড়ে ৯ মে উৎসব পালিত হয়। মস্কোর রেড স্কোয়্যারে হয় সামরিক কুচকাওয়াজ। ঘটনাচক্রে, গত কয়েক বছরে দক্ষিণ চিন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে চিনের সঙ্গে বারে বারেই ভিয়েতমানের সংঘাতে প্রকাশ্যে এসেছে। এই আবহে পুতিন আমন্ত্রণে এক মঞ্চে জিনপিং, লামের হাজিরার ঘটনা ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন অনেকেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement