এমন অদ্ভুত শৌচাগারও হয়? সারা বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে এমনই কিছু নমুনা। আজ ‘ওয়ার্ল্ড টয়লেট ডে’-তে রইল এমনই কিছু আশ্চর্য শৌচাগারের হদিস।
রোটারুয়া, নিউজিল্যান্ড: রোটারুয়ায় খোলা প্রকৃতির মাঝে কাঠের তৈরি এই শৌচাগারটি বালিয়েছেন শিল্পী কারিয়ামা তায়েপা। নানা রকম কারুকার্য করা এই শৌচাগার দেখলে চোখ কপালে উঠবে।
প্যালেনসিয়া, বেলিজ: শৌচাগারে যেতে চান? তাহলে একটু কষ্ট করে জল পেরিয়ে সুদূর এক দ্বীপের মাঝে যেতে হবে আপনাকে। তালগাছের সারি ঘেরা এই দ্বীপের নামই হয়ে গিয়েছে ‘টয়লেট আইল্যান্ড’।
চেনা হট স্প্রিং রিসর্ট, আলাস্কা: আলাস্কার প্রায় জমে যাওয়া ঠান্ডার মধ্যেও এই শৌচাগারের পরিবেশ রাখা হয়েছে উষ্ণ এবং আরামদায়ক। কাঠের তৈরি এই শৌচাগার দেখলে অবাক হবেন আপনিও।
সান ব্লাস আইল্যান্ড: যদি প্রকৃতি প্রেমী হন তাহলে চলে যান ক্যারিবিয়ান সাগরের বুকে পানামায়। সান ব্লাস আইল্যান্ডে জলের মাঝে ভাসমান এই শৌচাগার মন মাতিয়ে দেবে।
প্যারাডাইস বে: প্যারাডাইস বে-র এই শৌচাগারে যেতে পারেন। তবে, মনে রাখবেন এই শৌচাগার আন্টার্কটিকায়। বেশিক্ষণ এখানে থাকা চলবে না।
আটালাই পাহার, সাইবেরিয়া: সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৬০০ মিটার উপরে আটলাই পাহারের বুকে এই শৌচাগার দেখলে অবাক হবেন আপনিও। পাহার থেকে অনেকটাই খাদের দিকে ঝুলন্ত এই শৌচাগারে কিন্তু যেতে হবে সাবধানে।
জেরিকোয়াকোয়ারা সৈকত: ব্রাজিলের পূর্ব উপকূলে জেরিকোয়াকোয়ারা সৈকতে তৈরি এই শৌচাগারগুলিতে আদিবাসী জীবনের ছাপ রয়েছে। উন্মুক্ত সৈকতে তাল গাছের সারির মাঝে এই শৌচাগার দেখলে অবাক হতে হয়।