সমুদ্রের তলা দিয়ে ছুটবে ট্রেন। সে জন্য ইউরোপে তৈরি হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সুড়ঙ্গ রেলপথ। জেনে নিন তার খুঁটিনাটি। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
উত্তর ইউরোপের দুই দেশ, ফিনল্যান্ড ও এস্তোনিয়া। তাদের মাঝে রয়েছে ফিনল্যান্ড উপসাগর। তার নীচ দিয়ে ৯০ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ রেলপথ তৈরি হতে চলেছে।
এই প্রকল্পে খরচ পড়বে দেড় হাজার কোটি ইউরো। ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ২০ কোটি টাকা। গোটাটাই বিনিয়োগ করছে চিনের টাচস্টোন ক্যাপিটাল পার্টনার্স লিমিটেড সংস্থা।
ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সের মাঝে ৫০ কিলোমিটার দীর্ঘ চ্যানেল টানেলই এতদিন পৃথিবীর মধ্যে দীর্ঘতম সুড়ঙ্গ রেলপথ ছিল। তার চেয়েও দীর্ঘ হতে চলেছে এস্তোনিয়ার রাজধানী তালিন থেকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি পর্যন্ত বিস্তৃত নয়া সুড়ঙ্গ রেলপথ।
ফেরিতে চড়ে তালিন থেকে হেলসিঙ্কি পৌঁছতে এই মুহূর্তে দু’ঘণ্টা সময় লাগে। সুড়ঙ্গ রেলপথ তৈরি হলে সময় লাগবে মাত্র ২০ মিনিট।
প্রতিদিন দু’ঘণ্টা পেরিয়ে তালিন থেকে হেলসিঙ্কি যান বহু মানুষ। সুড়ঙ্গ রেলপথ তৈরি হলে তাঁরা সকলেই উপকৃত হবেন।
সুড়ঙ্গ তৈরির কাজ যদিও এখনও শুরু হয়নি। তবে এখন থেকেই তা নিয়ে উন্মাদনা শুরু হয়েছে দু’দেশের মানুষের মধ্যে। গতবছরের ডিসেম্বর থেকে অনলাইন টিকিট বুকিংও শুরু হয়ে গিয়েছে। ভাড়া ৫০ ইউরো। ভারতীয় মুদ্রায় যা ৩০০০টাকা।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০২৪-এর ২৪ ডিসেম্বর থেকে ওই সুড়ঙ্গপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে।