আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে নওয়াজ শরিফের উপর। —ফাইল চিত্র।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমও এ বার মুখ খুলতে শুরু করল পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের সংযমকে যেন দুর্বলতা ভেবে না নেয় পাকিস্তান— প্রখ্যাত মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে প্রায় এই রকমই হুঁশিয়ারির সুর ইসলামাবাদের উদ্দেশে। ভারতের সঙ্গে সহযোগিতার পথে না হাঁটলে পাকিস্তানকে আরও একঘরে হয়ে পড়তে হবে বলে মত প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটিতে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করা হয়েছে প্রতিবেদনটিতে। ওয়াল স্ট্রিট জার্নালে লেখা হয়েছে, মোদী এখনও পর্যন্ত সংযম দেখাচ্ছেন, কিন্তু পাকিস্তান যেন না ভাবে যে এই সংযমই চলতে থাকবে। মার্কিন সংবাদপত্রটিতে আরও লেখা হয়েছে, ‘‘নরেন্দ্র মোদী পাকিস্তানকে যে দ্বিপাক্ষিক সহযোগিতার প্রস্তাব দিয়েছেন, তা যদি পাকিস্তান প্রত্যাখ্যান করে, তা হলে গোটা বিশ্বে পাকিস্তান আরও একঘরে রাষ্ট্রে পরিণত হবে, যা তারা ইতিমধ্যেই অনেকটা হয়ে উঠেছে।’’ ওয়াল স্ট্রিট জার্নালের মতো কাগজে পাকিস্তানকে ‘একঘরে রাষ্ট্র’ হিসেবে বর্ণনা করা যেতষ্ট তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক মহল যে সব রাষ্ট্রকে ‘একঘরে’ তকমা দেয়, তাদের বিরুদ্ধে নানা অর্থনৈতিক অর্থনৈতিক অবরোধ থাকে। সে সব রাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের উপরেও নানা নিষেধাজ্ঞা জারি হয়। পাকিস্তানকে একঘরে এবং বিচ্ছিন্ন করার ডাক ভারত দিয়েছে ঠিকই। কিন্তু সে নিয়ে কোনও আন্তর্জাতিক প্রক্রিয়া এখনও শুরু হয়নি। সেই পরিস্থিতিতে আমেরিকার খ্যাতনামা সংবাদমাধ্যম পাকিস্তানকে যে ভাবে ‘ইতিমধ্যেই একঘরে রাষ্ট্র’ বলে বর্ণনা করল এবং যে ভাবে ওই কাগজে লেখা হল যে পাকিস্তান আরও ‘একঘরে’ হবে, তার তাৎপর্য সুদূরপ্রসারী, মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশারদরা। পাকিস্তান যে আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ হারিয়েছে এবং গোটা বিশ্বই যে এখন তাদের সন্ত্রাসের মদতদাতা বলেই মনে করে, তা আরও খানিকটা স্পষ্ট হয়ে গিয়েছে ওয়াল স্ট্রিট জার্নালের এই উত্তর সম্পাদকীয় প্রতিবেদন থেকে।
পাক সেনাবাহিনীই জঙ্গিদের প্রশিক্ষণ, অর্থ ও অস্ত্র জোগায় এবং পাক সেনাই জঙ্গিদের ভারতে পাঠায় বলে লেখা হয়েছে মার্কিন সংবাদমাধ্যমে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি বলছে, ‘‘যদি (পাকিস্তানের) সেনা সীমান্তের অন্য পারে এ ভাবে অস্ত্রশস্ত্র ও জঙ্গি পাঠাতে থাকে, তা হলে ভারতীয় প্রধানমন্ত্রী পাল্টা পদক্ষেপ করার জন্য যথেষ্ট শক্ত জমি পেয়ে যাবেন।’’ ভারত যে এখনও পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করেনি, তার প্রশংসাও করা হয়েছে ওয়াল স্ট্রিট জার্নালে।