ব্লগার খুনে বিশ্ব জুড়ে নিন্দার ঝড়

বাংলাদেশে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় খুনে দেশ জুড়ে প্রতিবাদ, বিক্ষোভে সামিল হল আন্তর্জাতিক দুনিয়াও। বাংলাদেশের মুক্তচিন্তার ব্লগারদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ঘটনায় দোষীদের বিরুদ্ধে অভিলম্বে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধও আমেরিকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৫ ১০:৫০
Share:

বাংলাদেশে ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় খুনে দেশ জুড়ে প্রতিবাদ, বিক্ষোভে সামিল হল আন্তর্জাতিক দুনিয়াও। বাংলাদেশের মুক্তচিন্তার ব্লগারদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি ঘটনায় দোষীদের বিরুদ্ধে অভিলম্বে ব্যবস্থা নিতে সরকারকে অনুরোধও আমেরিকা। ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

Advertisement

ঘটনাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে মার্কিন স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, “এই ধরনের আক্রমণের বিরুদ্ধে সম্মিলিত ভাবে লড়াই করা উচিত। মুক্ত মনের মানুষদের পাশেই রয়েছে আমেরিকা। নীলাদ্রির পরিবার এবং আত্মীয়দের সমবেদনা জানাই।”

নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যাকাণ্ডের ঘটনা জরুরি ভিত্তিতে তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। ব্লগারদের নিরাপত্তা নিশ্চিত করতেও অনুরোধ করা হয়েছে রাষ্ট্রপুঞ্জের তরফে।

Advertisement

ঘটনার তীব্র নিন্দা করেছে ব্রিটেনও। এক বিবৃতিতে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী হিউগো সোয়ার এই হত্যার ঘটনায় তীব্র নিন্দা করে বলেন, “বাংলাদেশে ব্লগার নীলাদ্রিকে হত্যার খবর শুনে মর্মাহত। স্বাধীন মতপ্রকাশের বিষয়টি একটি সর্বজনীন অধিকার, এটি অবশ্যই রক্ষা করতে হবে। উগ্রপন্থা মোকাবিলায় ব্রিটেন বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ সরকারের পাশে থাকবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement