Myanmar Earthquake

ভূমিকম্পের মধ্যে জীবন বাজি রেখে সদ্যোজাতদের প্রাণরক্ষা, দুই নার্সকে নিয়ে ধন্য ধন্য

মায়ানমারে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭। সে দেশে মৃতের সংখ্যা ১,৬০০ ছাড়িয়েছে। আহত প্রায় ৩,৪০০ জন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৫ ১২:৫৬
Share:
সদ্যোজাতদের আগলে রয়েছেন নার্স।

সদ্যোজাতদের আগলে রয়েছেন নার্স। ছবি: ভিডিয়ো থেকে।

মায়ানমারে শুক্রবারের ভূমিকম্প অনুভূত হয়েছে চিনেও। সেখানে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তবে অভিঘাত ধরা পড়েছে বেশ কিছু ভিডিয়োয়। তেমনই এক ভিডিয়োয় কম্পনের সময়ে ইউনান প্রদেশের এক হাসপাতালে প্রসূতি বিভাগের পরিস্থিতি উঠে এসেছে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। কম্পনের সময়ে দুই নার্স যে ভাবে সদ্যোজাতদের আগলে ছিলেন, তা দেখে তাঁদের কুর্নিশ জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা।

Advertisement

মায়ানমারে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭। সে দেশে মৃতের সংখ্যা ১,৬০০ ছাড়িয়েছে। আহত প্রায় ৩,৪০০ জন। প্রতিবেশী তাইল্যান্ডেও ভেঙে পড়েছে বেশ কিছু বহুতল। মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। চিন, ভারতের পূর্বাংশ, ভিয়েতনাম, বাংলাদেশেও শুক্রবার দুপুরে কম্পন অনভূত হয়েছে। এই আবহে চিনের ইউনান প্রদেশের এক হাসপাতালের প্রসূতি বিভাগের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, হাসপাতালের ঘরে সার সার দিয়ে রাখা রয়েছে সদ্যোজাতদের শোওয়ানোর ছ’টি ক্র্যাডল। তাতে শুয়ে রয়েছে একরত্তিরা।

সেই ভিডিয়োতে দেখা যায়, আচমকাই কেঁপে উঠল ঘর। ঘরের এক কোণে রাখা ছিল জলের ফিল্টার। সেটি উল্টে তা থেকে জল পড়ল সাদা মেঝেতে। তার মধ্যেই ঘরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গড়িয়ে যাচ্ছে চাকা লাগানো ক্র্যাডলগুলি। এক সদ্যোজাতকে কোলে নিয়ে প্রায় হামাগুড়ি দিয়ে অন্য একটি শয্যা ধরার চেষ্টা করছেন এক নার্স। তখনই ঘরের অন্য প্রান্ত থেকে গড়িয়ে আসছে আরও একটি শয্যা। ওই নার্স কোনও মতে সেই দ্বিতীয় শয্যাটিকেও হাত দিয়ে আটকে দেন। সে সময় দ্বিতীয় নার্স দু’হাত দিয়ে প্রাণপণে ঘরের অন্য দু’টি শয্যা আগলে রাখার চেষ্টা করছেন। শেষ পর্যন্ত কম্পন থামলে স্থির হয় শিশুদের শোওয়ানোর সেই শয্যার চাকা। গোটা ঘটনা ধরা পড়েছে ওই ঘরে বসানো সিসি ক্যামেরায়। ভিডিয়ো দেখে ওই দুই নার্সকে সমাজমাধ্যমে কুর্নিশ জানিয়েছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement