এক মিনিটে বুঝে যাব কী হবে: ট্রাম্প

আত্মবিশ্বাসী মার্কিন প্রেসিডেন্টের দাবি, কিমের মুখোমুখি হওয়ামাত্র এক মিনিটেই তিনি বুঝে যাবেন, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির সম্ভাবনা রয়েছে কি না। তাঁর কথায়, ‘‘আমার মনে হয়, ভাল কিছু ঘটতে চলেছে কি না, তা চট করে বুঝে যাব।’’

Advertisement

সংবাদ সংস্থা

সিঙ্গাপুর শেষ আপডেট: ১১ জুন ২০১৮ ০২:৪৪
Share:

রবিবার সন্ধ্যায় সিঙ্গাপুরে এলেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

কিম জং উন পৌঁছলেন আগে। কানাডায় জি-৭ বৈঠক দ্রুত সেরে রবিবার সন্ধ্যায় সিঙ্গাপুরে এলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার দু’জনের বৈঠকে কী হয়, তার রুদ্ধশ্বাস অপেক্ষা এখন।

Advertisement

আত্মবিশ্বাসী মার্কিন প্রেসিডেন্টের দাবি, কিমের মুখোমুখি হওয়ামাত্র এক মিনিটেই তিনি বুঝে যাবেন, পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির সম্ভাবনা রয়েছে কি না। তাঁর কথায়, ‘‘আমার মনে হয়, ভাল কিছু ঘটতে চলেছে কি না, তা চট করে বুঝে যাব।’’ তাঁর বক্তব্য, ‘‘যদি মনে হয়, চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নেই, তা হলে আর সময় নষ্ট করব না।’’ তবে সাক্ষাৎ ফলপ্রসূ হলে কিমের ওয়াশিংটন সফরের সম্ভাবনার ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প। তাই কিম সম্পর্কে আজ তিনি বলেন, ‘‘ইতিবাচক কিছু করেই উনি চমকে দেবেন বলে মনে হচ্ছে।’’ সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে কিমের সঙ্গে করমর্দনের ছবি টুইটারে পোস্ট করেন বিদেশমন্ত্রী ভিভিয়ান বালকৃষ্ণন।

প্রশাসনের দাবি, ট্রাম্প-কিমের বৈঠক ঘিরে এখন চূড়ান্ত নিরাপত্তা শহরে। কিম যেখানে থাকবেন, তার আশপাশে অতিরিক্ত ফুলের টব রয়েছে। যাতে বাইরে থেকে কোনও সাংবাদিক তাঁকে এক ঝলকও দেখতে না পান! সিঙ্গাপুর বন্দরের অদূরে সেন্টোসা দ্বীপে ট্রাম্প-কিম বৈঠক হওয়ার কথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement