Whale

অস্ট্রেলীয় সৈকতে হাঙরের কামড়ে মৃত্যু

অস্ট্রেলিয়ার একটি বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থার হিসেব অনুয়ায়ী, কেবল বিচের ঘটনা নিয়ে এ বছর অস্ট্রেলিয়ায় ৮ জনের মৃত্যু হল হাঙরের কামড়ে। জখম ২২ জন।   

Advertisement

সংবাদ সংস্থা

সিডনি শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ০২:৪৩
Share:

প্রতীকী ছবি।

ছবির মতো সুন্দর সমুদ্র সৈকত। অস্ট্রেলিয়ার উত্তরপশ্চিম উপকূলে ব্রুম শহরের ২২ কিলোমিটার দীর্ঘ এই কেবল্‌ বিচে বছরভর পর্যটকের আনাগোনা লেগেই থাকে। জলে নামেন অনেকেই। কিন্তু রবিবার আপাত নিরীহ এই সৈকতে হাঙরের হানায় প্রাণ গেল এক পর্যটকের।

Advertisement

যুবকের আতর্নাদে ছুটে আসেন অনেকে। খবর যায় স্থানীয় পুলিশের কাছে। জল থেকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু বাঁচানো যায়নি।

কেবল্‌ বিচে হাঙরের হানার ঘটনা শোনাই যায় না। তাই পর্যটকদের জলের নামার ছাড়পত্রও রয়েছে। বরং মাঝেমাঝে নোনাজলের কুমির চলে আসে। বছরে একবার, কী দু’বার তার জন্য সৈকত বন্ধ করতে হয়।

Advertisement

অস্ট্রেলিয়ার একটি বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থার হিসেব অনুয়ায়ী, কেবল বিচের ঘটনা নিয়ে এ বছর অস্ট্রেলিয়ায় ৮ জনের মৃত্যু হল হাঙরের কামড়ে। জখম ২২ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement