বরফে ঢাকা রানওয়েতে পিছলে গেল বিমান। ছবি: টুইটার।
অবতরণের সময় বরফে পিছলে রানওয়ে থেকে ছিটকে গেল একটি বিমান। সোমবার সকালে শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা। পিছলে যাওয়ার সময় পুরো ঘটনাটি ভিডিয়ো করেন এক যাত্রী। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হলেও কোনও হতাহতের খবর নেই।
সোমবার সকালে উত্তর ক্যারোলিনার গ্রিনসবোরো পিডমন্ট ট্রায়াড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই বিমানটি ওড়ে শিকাগোর উদ্দেশে। বিমানটিতে ৩৮ জন যাত্রী এবং তিন জন বিমানকর্মী ছিলেন। সকাল ৬টা ২৭ মিনিটে উড়েছিল বিমানটি। তার ২ ঘণ্টা ১৬ মিনিট পর শিকাগোর ও’হেয়ার বিমানবন্দরে পৌঁছয় বিমানটি। রানওয়েতে বরফ জমে থাকায় চাকা পিছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বিমানটি।
রানওয়ে ছেড়ে এগিয়ে যায়। ভিতরে তখন যাত্রীরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েন। যাত্রীরা আতঙ্কে চিত্কার শুরু করেন। তবে বিমানটি বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। বিমানটিরও খুব বেশি ক্ষতিও হয়নি। শুধু একটি ডানা ভেঙে গিয়েছে। খারাপ আবহাওয়ার জন্য প্রচুর বিমান বাতিলও করা হয়েছে।
আরও পড়ুন: ঝাঁপিয়ে পড়ে একটি শিশুকে বাঁচাচ্ছে বিড়াল, ভাইরাল ভিডিয়ো
_