গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
উত্তরপ্রদেশের মাউয়ের বিধায়ক আব্বাস আনসারিকে ‘গ্যাংস্টার আইনে’ বছরের পর বছর জেলবন্দি করে রাখা নিয়ে এ বার প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। যোগী আদিত্যনাথ সরকারের পুলিশকে আগামী ১০ দিনের মধ্যে জেলবন্দি আব্বাসের বিরুদ্ধে তদন্ত শেষ করার জন্য শুক্রবার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
গত বছরের মার্চ মাসে উত্তরপ্রদেশের বান্দা জেলে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছিল আব্বাসের পিতা, প্রাক্তন বিধায়ক মুখতার আনসারির। প্রশাসন ও জেল কর্তৃপক্ষ মৃত্যুর কারণ হিসাবে ‘হৃদ্রোগ’কে দায়ী করলেও আনসারি পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রাণহানির আশঙ্কার কথা জানিয়ে জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন আব্বাস।
বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিংহের বেঞ্চ শুক্রবার জানিয়েছে, ১০ দিনের মধ্যে উত্তরপ্রদেশ পুলিশ মামলার তদন্ত শেষ করার পরেই আব্বাসের জামিনের আবেদন বিবেচনা করা হবে। প্রসঙ্গত, গত বছর মে মাসে আব্বাসের ছোট ভাই উমরের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। মুখতারের মৃত্যুর পরে উমর অভিযোগ তুলেছিলেন, তাঁর বাবাকে জেলের ভিতর ধীরে ধীরে বিষ খাইয়ে মারা হয়েছে। এর পরে সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা করা হয়েছিল তাঁর বিরুদ্ধে।