ঝুলছে গাড়ি। ছবি: ইউটিউবের সৌজন্যে
কথায় বলে রাখে হরি মারে কে? সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বরাত জোরে ফিরে এলেন এক র্যালি ড্রাইভার।
পাহাড়ি পাকদণ্ডী বেয়ে মসৃণ পথে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল তাঁর গাড়ি। রাস্তার ধারে রেলিং। আর তারপরেই গভীর খাদ। বেশ ভালই চলছিল গাড়ি। দিব্যি একের পর এক পাহাড়ি পাকও পেরিয়ে যাচ্ছিল অবলীলায়। হঠাৎই ছন্দপতন। দুরন্ত গতিতে ছুটে আসা সেই গাড়ি হঠাৎই চলে গেল খাদের একেবারে কিনারায়। রাস্তার পাশের রেলিংয়ের জন্য কোনও রকমে বাঁচল সেই গাড়ি। বেঁচে গেলেন চালকও।
দেখুন সেই ভিডিও
আরও পড়ুন: এই দু’জনের সম্পর্ক জানলে অবাক হবেন
ঘটনাটি ঘটেছে দিন কয়েক আগে এফআইএ ইউরোপিয়ান র্যালি চ্যাম্পিয়নশিপ চলাকালীন। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন টোমাজ ক্যাসপারসিজক। শুরুটা বেশ ভালই করেছিলেন। কিন্তু মাঝ রাস্তায় গিয়ে হঠাৎই নিয়ন্ত্রণ হারান টোমাজ। গ্রুত গতিতে ছুটে এসে বাঁকের মুখে তাঁর গাড়ি ধাক্কা মারে রাস্তার ধারের রেলিংয়ে। রেলিং বেঁকে যায় বিপজ্জনক ভাবে। খাদে গড়িয়ে পড়তে পড়তেও বেঁচে যান টোমাজ। এমনকী গাড়িটি থেমে যাওয়ার পরেও তার দু’টি চাকা ঝুলতে থাকে গভীর খাদের উপরে।
প্রতিযোগিতা চলাকালীন পুরো ঘটনাটিরই ভিডিও করা ছিল এইআইএ কর্তৃপক্ষের কাছে। সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয় এফআইএ-র পক্ষ থেকে। আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয় সেটি।