সঙ্গীকে বাঁচানোর চেষ্টা করছে টিকটিকি-টি। ছবি: ইউটিউবের সৌজন্যে
প্রতিপক্ষ যত ভয়ঙ্করই হোক না কেন, সঙ্গীর প্রাণ বাঁচাতে তার সঙ্গে যে লড়াই করা সম্ভব তা প্রমাণ করল একটি ছোট্ট টিকটিকি। লড়াই করে হঠিয়ে দিল দশ গুণ ক্ষমতাশালী প্রতিপক্ষকে।
কিছুদিন আগেই আফ্রিকার মালওয়ির লিলংওয়ে জাতীয় উদ্যানে ঘটেছিল এমনই ঘটনা। সেখানেও দেখা গিয়েছিল কী ভাবে একটা বাচ্চা হাতির শুঁড় কামড়ে ধরার শাস্তি পেতে হয়েছিল একটি কুমীরকে।
এ ক্ষেত্রে অবশ্য বিষয়টা কিছুটা আলাদা। একটি টিকটিকিকে জাপ্টে ধরেছিল একটি সাপ। কিছুটা দূরেই ছিল তার সঙ্গী টিকটিকিটি। সাপের শক্তির কাছে ক্রমেই নিস্তেজ হয়ে পড়ছিল টিকটিকিটি। সঙ্গীকে বাঁচাতে মরিয়া টিকটিকিটি আক্রমণ করে সাপটিকেই। নখ দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত টিকটিকিটিকে ছেড়ে পালাতে বাধ্য হয় সাপটি।
সোশ্যাল মিডিয়ায় আপলোড করার সঙ্গে সঙ্গেই ভাইরাল এই ভিডিও।
আরও পড়ুন: হাতির শুঁড়ে কামড়ে ধরল কুমির, তার পর কী হল দেখুন ভিডিওতে
দেখুন সেই অবিশ্বাস্য ভিডিও