ধরুন, তুমুল যুদ্ধ বেঁধেছে দুই দেশের মধ্যে। আর বাড়িতে বসে খবরে তা সরাসরি দেখানো হচ্ছে। ট্যাঙ্ক, বোমা, গুলি সবই দেখতে পাচ্ছেন ঘরে বসে। যিনি খবর পড়ছেন তাঁর পিছনে লাগানো বড় স্ক্রিনে সবটাই দেখা যাচ্ছে। আচমকা একটি ট্যাঙ্ক তাঁর পিছনের স্ক্রিন থেকে বেরিয়ে চলে এল। আর ট্যাঙ্কের নল আপনার দিকে তাক করে গোলা ছুঁড়ে দিল। যিনি খবর পড়ছিলেন তাঁর চারদিকে ধোঁয়ায় তখন একাকার। কোনওক্রমে মাথা হেঁট করে প্রাণে বাঁচলেন তিনি। কখনও আবার তার মাথা ছুয়ে উড়ে গেল দুই যুদ্ধবিমান!
স্টুডিও-তেও শান্তি নেই! ভাবছেন নিশ্চয়ই, এ সব তো যুদ্ধক্ষেত্র থেকে খবর বলা রিপোর্টারদের ক্ষেত্রে হয়। স্টুডিওয় দাঁড়িয়ে থাকা রিপোর্টারকে আবার এই ঝুঁকি পোহাতে হয় নাকি? হয় হয়, থ্রি-ডি প্রযুক্তির যুগে তাও সম্ভব। আরবের একটি টিভি চ্যানেলে সম্প্রতি তা দেখানো হয়েছে। বিশ্বাস না হয় আপনি বরং দেখে নিন সেই থ্রি-ডি ভিডিও-র কামাল:
দেখুন ভিডিও: