Bizarre

মস্তিষ্কে অস্ত্রোপচার চলাকালীন বেহালা বাজালেন ইনি!

সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই ওই মহিলাকে নিয়ে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ১৫:২৪
Share:

অপারেশনের সময় বাজাচ্ছেন ভায়োলিন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার চলছে। শল্য চিকিৎসকরা তাঁর মস্তিষ্ক থেকে বের করছেন টিউমার। সেই অস্ত্রোপচার চলার সময়ই বেহালা বাজাচ্ছেন তিনি। ব্রিটেনের একটি হাসপাতালে ঘটেছে এই ঘটনা। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া ভাইরাল হতেই ওই মহিলাকে নিয়ে আলোচনায় মেতেছেন নেটাগরিকরা।

Advertisement

অপারেশন টেবিলে শুয়ে বেহালা বাজানো ডাগমার টার্নারের বয়স ৫৩ বছর। তিনি একটি ম্যানেজমেন্ট কনসালট্যান্ট সংস্থায় কাজ করেন। যন্ত্রসঙ্গীতের পিছনে তাঁর ভালবাসা দীর্ঘ ৪০ বছরের। তাই মস্তিষ্কের টিউমার অপারেশন করার সময় তাঁর বেহালা বাজানোর দক্ষতায় যাতে কোনও বিঘ্ন না ঘটে, সে জন্য কিংস কলেজ হাসপাতালের নিউরোসার্জন প্রফেসর কেয়ুমার্স আশকান ঠিক করেন, অপারেশনের সময়ই বেহলা বাজাবেন টার্নার। যার জেরে তাঁর ব্রেন ম্যাপিং করতে সুবিধা হয়।

বিষয়টি নিয়ে অধ্যাপক আশকান বলেছেন, ‘‘আমার জীবনে এই প্রথম কোনও রোগী অস্ত্রোপচার চলাকালীন কোনও বাদ্যযন্ত্র বাজালেন। টিউমারের নব্বই শতাংশ বের করতে আমরা সমর্থ হয়েছি।’’ এ ভাবে অপারেশন করানোর পর টার্নার বলেছেন, ‘‘বেহালা আমার প্যাশন। ১০ বছর বয়স থেকে এটি বাজাচ্ছি আমি।’’ দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: শিশুমন থেকে যুদ্ধের ভয় তাড়াতে ‘বিমান-বোমা খেলছেন’ বাবা-মেয়ে

আরও পড়ুন: ১৮৫ টাকার লটারি কেটে সাড়ে চার কোটির সম্পত্তি পেলেন ২৩ বছরের যুবতী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement