Viral video

রাশিয়া থেকে ট্রেনচালকের কেবিনে চড়ে ক্রিমিয়া গেলেন পুতিন!

সড়কের পর রেলপথেও ক্রিমিয়া যুক্ত হয়ে যাওয়ায় আরও বেশি পর্যটক রাশিয়া বা গোটা বিশ্ব থেকে সেখানে যেতে পারবেন বলে দাবি করেছেন ভ্লাদিমির পুতিন।

Advertisement

সংবাদ সংস্থা

মস্কো শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৫:০৯
Share:

ট্রেনচালকের কেবিনে ভ্লাদিমির পুতিন। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

এবার রেলপথেও রাশিয়ার সঙ্গে জুড়ে গেল ক্রিমিয়া।সোমবার ক্রিমিয়া সেতুতেরেলপথের উদ্বোধন করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতবছর কামাজ ট্রাক চালিয়ে ক্রিমিয়া সেতুতেসড়কপথের উদ্বোধন করেন তিনি। এর ফলে ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার যোগাযোগ আরও মসৃণ হল বলে দাবি করেছেন পুতিন।

Advertisement

গণভোটের মাধ্যমে ২০১৪ সালে রাশিয়ার সঙ্গে যুক্ত হয় ক্রিমিয়া।রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্তের পরে দু’বছরের মাথায় অর্থাৎ২০১৬ সালে,১৯ কিলোমিটার সেতু তৈরি করা হয়। ২০১৮-তেক্রিমিয়া সেতুতেসড়ক যোগাযোগ চালু হয়ে যায়। সোমবার চালু হল রেলপথও। গত কাল প্রথম ট্রেনটি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে রওনা দেয়।চালকের কেবিনেই ছিলেন পুতিন।

চারদিকে সমুদ্র ঘেরা দ্বীপ ক্রিমিয়ার আয়তন প্রায় ২৭ হাজার বর্গ কিলোমিটার। ২০১৪ সালের জনগণনা অনুযায়ী এই দ্বীপে বাস করেন প্রায় ২২ লাখ ৮৪ হাজার মানুষ।

Advertisement

আরও পড়ুন: কোয়ালার পর এবার ক্যাঙারুর ছবি ভাইরাল, গরম ও দাবানলের মার থেকে বাঁচতে মরিয়া সবাই

সড়কের পর রেলপথেও ক্রিমিয়া যুক্ত হয়ে যাওয়ায় আরও বেশি পর্যটক রাশিয়া বা গোটা বিশ্ব থেকে সেখানে যেতে পারবেন বলে দাবি করেছেন ভ্লাদিমির পুতিন।

আরও পড়ুন: হাজার হাজার সুন্দরী কেন এমন করে চুল বাঁধতে শুরু করলেন?

ট্রেনচালকের কেবিনে পুতিন:

ট্রাক চালাচ্ছেন পুতিন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement