Italy

জলভর্তি রাস্তায় তুলতে গেলেন সেলফি! তার পর কী হল দেখুন

সেই সেলফি তুলতে গিয়ে তাঁর যা অবস্থা হয়েছে, সম্প্রতি তার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ১৫:১৪
Share:

ভেনিসের জলমগ্ন রাস্তায় সেলফি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ইটালির ভেনিসে ঘুরতে গিয়েছিলেন। জোয়ারের সময় শহরের রাস্তাঘাট জলমগ্ন। সেই জলমগ্ন শহরেই ঘুরতে বেরিয়েছিলেন এক পর্যটক। জলমগ্ন রাস্তায় দাঁড়িয়ে তুলেছিলেন সেলফিও। সেই সেলফি তুলতে গিয়ে তাঁর যা অবস্থা হয়েছে, সম্প্রতি তার ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পর ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

Advertisement

মাত্র চার সেকেন্ডের ওই ভিডিয়ো সোমবার টুইটারে আপলোড করেছেন ‘স্টান্সগ্রাউন্ডেড’ নামের এক ইউজার। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ৪৫ লক্ষ ইউজার। সেখানে দেখা যাচ্ছে, জলে ভর্তি ভেনিসের রাস্তাঘাট। নেই কোনও যানবাহন। এক ব্যক্তি সেলফি স্টিক হাতে এগিয়ে যাচ্ছেন জল ঠেলে। যেতে গিয়ে জলের মধ্যে পুরো ডুবে গেলেন তিনি। শুধু সেলফি স্টিক রয়েছে জলের উপরে।

দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: বিয়ের আগে করতেই হবে তিন মাসের প্রি-ওয়েডিং কোর্স!

আরও পড়ুন: রেস্তরাঁর ভিতর ঘুরে বেড়াচ্ছে মাছ! গোড়ালি ডোবা জলে বসেই খাচ্ছেন সবাই, দেখুন ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement