বাচ্চার উপর ঝাঁপিয়ে পড়ল বাঘ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
বড়দিনের আগে পরিবারের লোকের সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে গিয়েছিল সাত বছরের বালক। সেখানে গিয়ে বিভিন্ন পশু-পাখি দেখে ভালই সময় কাটছিল তার। কিন্তু তা করতে করতেই যখন সে দাঁড়িয়ে ছিল তখন তার দিকে তেড়ে আসে একটি বাঘ। এসে ঝাঁপিয়ে পড়ে তার উপর। সেই ঘটনার ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেই ভিডিয়ো দেখে শিউরে উঠছে নেটদুনিয়া।
বাচ্চার উপর বাঘ ঝাঁপানোর ঘটনাটি গত ২৩ ডিসেম্বর ঘটেছে আয়ারল্যান্ডের ডাবলিন চিড়িয়াখানায়। সেই ঘটনার ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন ওই ছেলেটির বাবা রব। সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ২০ লক্ষেরও বেশি ইউজার।
কাচের ঘরের এপারে দাঁড়িয়েছিল ছেলেটি। ওপারে ছাড়া রয়েছে বাঘ। ছেলেটি সেই কাচের গা ঘেঁষে দাঁড়িয়ে ছিল। তাকে দেখেই ছুটে আসে বাঘটি। পিছন ঘুরে বাঘকে ছুটে আসতে দেখেই ভয়ে সরে যায় সে। আর বাঘ ঝাঁপালেও আটকে যায় কাচে। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: পেল্লাই আকারের দুই সি লায়ন চড়ে বসল ছোট নৌকায়! তার পর কী ঘটল?