Viral video

ডান হাতের তালুর ভিতর দিয়ে ‘বেরিয়ে আসছে’ বাম তালু! ভাইরাল টিকটক ভিডিয়ো

লস অ্যাঞ্জেলসের টোরি পারেনো নামে এক মহিলার টুইটার হ্যান্ডলে আপলোড হয়েছে ভিডিয়োটি। সেখানে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে একটি হাত রেখে তার পিছনে অন্য হাতটি রেখেছেন টোরি। এক হাতের তালুর ফাঁকের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে অন্য হাতের আঙুলগুলি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ১৬:৩২
Share:

টুইটার থেকে নেওয়া ছবি।

সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো সামনে এল, যা দেখলে প্রথমে আপনি নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না। আসলে কী হচ্ছে, কেমন করে হচ্ছে, বুঝতে গেলে একাধিকবার খুব ভাল করে ভিডিয়োটি দেখতে হবে।

Advertisement

লস অ্যাঞ্জেলসের টোরি পারেনো নামে এক মহিলার টুইটার হ্যান্ডলে আপলোড হয়েছে ভিডিয়োটি। সেখানে দেখা যাচ্ছে, ক্যামেরার দিকে একটি হাত রেখে তার পিছনে অন্য হাতটি রেখেছেন টোরি। এক হাতের তালুর ফাঁকের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে অন্য হাতের আঙুলগুলি।

ডান হাতটিকে সামনের দিকে স্থির রেখে, বাম হাতের আঙুল দিয়ে সামনের হাতের তালুটিকে ধরার চেষ্টা হচ্ছে। বেশ কয়েক বার এমন হতে হতে হঠাত্ একটি হাত ‘সামনে’ এগিয়ে আসছে। দেখে মনে হবে, পিছনের হাতটি সামনের হাতকে ভেদ করে এগিয়ে আসছে।

Advertisement

আরও পড়ুন: দুর্গার মুকুট নেওয়ার আগে ক্ষমা চাইছেন ‘চোর’, ভাইরাল ভিডিয়ো​

আসলে কী হচ্ছে তা নিজেই দেখুন:

২১ নভেম্বর পোস্ট হওয়ার পর ভিডিয়োটি ভাইরাল হতে সময় নেয়নি। এখনও পর্যন্ত ৮৬ লক্ষের বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি।

আরও পড়ুন: বিএমডব্লুর আগুন নেভাতে এগিয়ে এল মল ভর্তি ট্রাক, ঢেলে দিল বর্জ্য!

প্রচুর টুইটার ইউজার নিজেরাও চেষ্টা করে এমন ভিডিয়ো পোস্ট করেছেন এই টুইটের কমেন্ট বক্সে। একজন তো নখে এলইডি লাগিয়ে এই ট্রিকটি করেছেন। সেটিও প্রায় দু’লক্ষ ৬৪ হাজার বার দেখা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement