Viral Video

হাঙরের সঙ্গে বলরুম ডান্স ডুবুরির! দেখুন ভিডিয়ো

জলের তলায় হাঙরের সঙ্গে ডাইভারের নাচ দেখে নেটজেনদের চোখ কপালে ওঠার জোগাড়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ ১২:৫৮
Share:

হাঙরের সঙ্গে ডুবুরির নাচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

দূর থেকে জলের মধ্যে থাকা হাঙরকে দেখতে বেশ ভাল লাগে। কিন্তু সেই হাঙরের কাছে যাওয়ার সাহস কী সকলের থাকে? সেই অসম সাহসের কাজ করে দেখালেন এক স্কুবা ডাইভার। তবে শুধু হাঙরের কাছেই যাননি, রীতিমতো তাকে জড়িয়ে ধরে নাচও করেছেন। জলের তলায় হাঙরের সঙ্গে ডাইভারের নাচ দেখে নেটজেনদের চোখ কপালে ওঠার জোগাড়।

Advertisement

ভাইরাল হওয়া ১৩ সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, জলের তলায় নেমেছেন ওই স্কুবা ডাইভার। সেখানে ঘুরে বেড়াচ্ছে প্রচুর মাছ। তারই মধ্যে একটি হাঙরকে জড়িয়ে ধরে বলরুম ডান্স করছেন তিনি। তার এক হাত হাঙরের পিঠে। অপর হাতে ধরে আছেন হাঙরের একটি পাখনা। সেই ভাবেই জলের তলায় চলছে নাচ।

যদিও এই ঘটনা কোনও সমু্দ্রের তলায় ঘটেনি। ঘটেছে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে। সেখানকার প্ল্যানেট নেপচুন ওসিয়ানেরিয়ামের অ্যাকোয়ারিয়ামের ভিতর হাঙরের সঙ্গে নেচেছেন ওই ডাইভার। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: মার্কিন ড্রোন হামলায় হত ইরানের সেনাকর্তা

আরও পড়ুন: পক্ষ নেওয়া সম্ভব নয়, উদ্বিগ্ন দিল্লি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement