Viral Video

ছুরি দিয়ে ‘হৃৎপিণ্ড’, ‘কিডনি’ কেটে খাচ্ছেন টেক্সাসের বাসিন্দারা! রহস্যটা কী?

সেই সব প্রত্যঙ্গ ছুরি দিয়ে কেটে রীতিমতো তারিয়ে তারিয়ে খাচ্ছেন কিছু মানুষ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৬
Share:

এ গুলিকেই কেটে খাওয়া হচ্ছে। ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

ট্রে-এর মধ্যে সাজিয়ে রাখা আছে হৃৎপিণ্ড, কিডনির মতো মানব দেহের বিভিন্ন অঙ্গ। দেখে মনে হচ্ছে অপারেশন থিয়েটার থেকে কিছুক্ষণ আগেই বের করে আনা হয়েছে সেগুলিকে। আর সেই সব প্রত্যঙ্গ ছুরি দিয়ে কেটে রীতিমতো তারিয়ে তারিয়ে খাচ্ছেন কিছু মানুষ। না, যা ভাবছেন তা নয়। এঁরা কেউই নরখাদক নন। ছুরি দিয়ে কেটে যা খাওয়া হচ্ছে, সেগুলি আসলে কেক। দেহের বিভিন্ন অঙ্গের আদলে তৈরি এই সব কেকের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটাগরিকরা প্রবল উৎসাহিত হয়ে পড়েছেন।

Advertisement

'ক্র্যাবি কেকস' নামের এক ফেসবুক পেজ থেকে বিগত কয়েকদিন ধরে আপলোড করা হয়েছে এই সব কেকের ছবি-ভিডিয়ো। সেই ফেসবুক পেজ থেকে জানা যাচ্ছে, আমেরিকার টেক্সাসের বাড়িতে চালানো একটি বেকারিতে তৈরি করা হয়েছে এ গুলি। মা ও মেয়েরা মিলে চালান ওই বেকারিটি।

জানা গিয়েছে, ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এই বিশেষ ধরনের কেকগুলি তৈরি করা হয়েছে। অদ্ভুত দেখতে ওই কেক মনে ধরেছে নেটদুনিয়ার।

Advertisement

দেখুন সেই সব কেকের ছবি ও ভিডিয়ো—

তবে শুধু হৃৎপিন্ড বা কিডনি নয়। টেক্সাসের ওই মা-মেয়ের টিম রুবিক'স কিউব, ব্যাঙ, আনারসের আদলেও কেক তৈরি করেছেন এর আগে।

আরও পড়ুন: নদীতে আটকে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল ওরাংওটাং

আরও পড়ুন: বয়স নয়, ঋতুমতী হলেই বিয়ের যোগ্য, বিতর্কিত মন্তব্য পাক আদালতের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement