Parrot

‘আমি যদি ছেলে হতাম’, চিকোর গানে মজল নেটাগরিকরা

সম্প্রতি আমেরিকান গায়িকা বিয়ন্সের একটি গান এত সুন্দরভাবে গেয়েছে সে, তা শুনে সেখানে উপস্থিত দর্শকরা মুগ্ধ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২০ ১৫:৫০
Share:

চিকোর গানের প্রতিভা মুগ্ধ করে নেটাগরিকদের। ছবি সংগৃহীত।

ব্রিটেনের লিঙ্কনশায়ার ওয়াইল্ড লাইফ পার্কে থাকে চিকো। ৯ বছরের চিকো একটি টিয়া। তার মাথায় রয়েছে হলুদ রঙের ছোপ। তার গান করার প্রতিভায় মুগ্ধ হয়ে তার খাঁচার সামনে ভিড় করেন অগণিত মানুষ। সম্প্রতি আমেরিকান গায়িকা বিয়ন্সের একটি গান এত সুন্দরভাবে গেয়েছে সে, তা শুনে সেখানে উপস্থিত দর্শকরা তো মুগ্ধ বটেই, সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তা দেখে চিকোর প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরাও।

Advertisement

লিঙ্কনশায়ার ওয়াইল্ড লাইফ পার্কের ফেসবুক পেজ থেকে সম্প্রতি শেয়ার করা হয়েছে চিকোর গান গাওয়ার ভিডিয়ো। ‘ইফ আই ওয়ার এ বয়’গানটি গেয়েছে সে। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘যদি আমি ছেলে হতাম’।

২০০৮-এ বিয়োন্সের ‘ইফ আই ওয়ার এ বয়’ গানটি প্রকাশিত হয়েছিল। বেরনোর পর বিপুল হিট হয়েছিল সেই গান। সেই গান শুনুন চিকোর গলায়—

Advertisement

আরও পড়ুন: ৫০ বছর পর জঙ্গলে দেখা মিলল সুরেলা সারমেয়র

আরও পড়ুন: স্ত্রী সাপের জন্য মারামারি দুই পুরুষ পাইথনের! ভাঙল বাড়ির সিলিং

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement