Narendra Modi

হাতে সাপ নিয়ে দেখাচ্ছেন খেলা, সঙ্গে মোদীকে দিচ্ছেন হুমকি!

এই সব সাপের সঙ্গে খেলতে খেলতেই হুমকি দিচ্ছেন তিনি। আর তাঁর হুমকির লক্ষ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৯
Share:

সাপ নিয়ে খেলা দেখাতে দেখাতেই মোদীকে হুমকি দিচ্ছেন পাক গায়িকা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

ঘরে রাখা টেবিল হোক বা সোফা। সব জায়গাতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সাপ। টেবিলের উপর ছোট একটি কুমিরের দেখাও মিলছে। আর এ সবের মধ্যেই বসে রয়েছেন পাকিস্তানের পপ গায়িকা রাবি পিরজাদা। তার হাতেও রয়েছে বেশ কয়েকটি সাপ। এই সব সাপের সঙ্গে খেলতে খেলতেই হুমকি দিচ্ছেন তিনি। আর তাঁর হুমকির লক্ষ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Advertisement

এ রকমই একটি ভিডিয়ো সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছেন পাকিস্তানের ওই পপ গায়িকা। আর তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। বিতর্কিত মন্তব্যে ভরা সেই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েছেন পিরজাদা।

সাপ নিয়ে খেলা দেখাতে দেখাতে ওই গায়িকা বলছেন, সেগুলি নাকি ভারতের প্রধানমন্ত্রীর জন্য তাঁর উপহার! সেই সঙ্গে ৩৭০ অনুচ্ছেদ রদের জন্য মোদীর উদ্দেশে তোপ দেগে বলছেন, ‘‘মোদী তুমি কাশ্মীরিদের হেনস্থা করছ। দেখ, তোমার জন্য আমি কী তৈরি করছি। নরকে গিয়ে মরার জন্য প্রস্তুত হও।’’

Advertisement

এই ভিডিয়ো ভাইরাল হতেই ট্রোলড হন ওই পাক গায়িকা। নেটিজেনরা হরেক মন্তব্যে বিঁধছেন তাঁকে।

আরও পড়ুন: কাশ্মীরের ব্যক্তি বলে মার্কিন পর্নস্টারের ছবি পোস্ট! ট্রোলড প্রাক্তন পাক কূটনীতিবিদ বাসিত

আরও পড়ুন: সাত বছর ধরে শুধুই জাঙ্কফুড খেয়ে দৃষ্টি শক্তি হারাল ১৭ বছরের কিশোর!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement