পাক মন্ত্রী ফওয়াদ চৌধরি। ছবি: টুইটার থেকে নেওয়া।
এক টিকটক সেলিব্রিটির সঙ্গে নাম জড়িয়ে যাওয়া নিয়ে খবর করায় মন্ত্রীর হাতে চড় খেতে হল এক সাংবাদিককে। পাকিস্তানের এক টিকটক সেনসেশনের সঙ্গে নাম জড়ায় পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফওয়াদ চৌধরির। সেই বিষয়টি নিয়ে খবর সম্প্রচার হয় পাক মিডিয়ায়। তারপই ক্ষেপে যান মন্ত্রী।
টিকটক সেনসেশন হারীম শাহের সঙ্গে নাকি একাধিক বার দেখা গিয়েছে মন্ত্রী ফওয়াদ চৌধরিকে। এই খবর সম্প্রচার করেন মুবাশের লাকম্যান নামে এক পাক সাংবাদিক। তার কিছু দিন পর এক বিয়ে বাড়িতে দেখা হয় মন্ত্রী ও সাংবাদিকের। সেখানেই নাকি মুবাশেরকে চড় মারেন ফওয়াদ। যদিও এই ঘটনার কোনও ভিডিয়ো সামনে আসেনি। তবে সাংবাদিককে চড় মারার বিষয়টি স্বীকার করে নিয়েছেন মন্ত্রী। বিষয়টি নিয়ে তিনি পাক সংসদে সাফাইও দিয়েছেন।
ফওয়াদের বক্তব্য, ‘মন্ত্রী হওয়ার আগে আমি একজন মানুষ। তাই এই রকম গুজব ছড়ালে আমারও রাগ হয়। মুবাশেরের মতো সাংবাদিকদের, সাংবাদিকতার সঙ্গে কোনও যোগাযোগ নেই। এরা কেবল নিজেদের প্রোফাইলে লাইক পাওয়ার জন্য এই সব মিথ্যা খবর করেন।’
দেখুন সেই ভিডিয়ো:
যদিও মুবাশেরের সঙ্গে মন্ত্রী ঝামেলা নিয়ে আর এক সাংবাদিক রাই শাকিব খেরাল দাবি করেছেন, এমন অনেক ভিডিয়ো আছে যেখানে মন্ত্রীর সঙ্গে ওই টিকটক স্টারকে পোজ দিতে দেখা গিয়েছে। তিনি নিজের চোখে সেগুলি দেখেছেন।
আরও পড়ুন: পিৎজা গরম করতে গিয়ে ‘রান্না’ হয়ে গেল আস্ত সাপ!
তবে মন্ত্রী আগেই জানিয়েছেন, তিনি যখন সেই সব ভিডিয়ো দেখতে চান, তাঁকে কেউ সেই ভিডিয়ো দেখাতে পারেননি।
আরও পড়ুন: নিরামিষ মাছ ভাজা, মটন ধোসা, চিকেন রাইস পাওয়া যাচ্ছে এই রেস্তরাঁয়, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
এর আগেও সাংবাদিকের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন এই মন্ত্রী। টিভি অ্যাঙ্কর সামি ইব্রাহিমকেও একটি বিয়ে বাড়িতে চড় মারেন বলে অভিযোগ।