Viral Video

উড়তে শুরু করার পরেই টুকরো টুকরো বিমানের ইঞ্জিনের আবরণ! তার পর?

রবিবার সকালে আমেরিকার ডেনভার থেকে হিউস্টনের উদ্দেশে রওনা দেয় বোয়িং ৭৩৭ বিমানটি। বিমান রানওয়ে দিয়ে ছুটে যাওয়ার সময় বেশ কয়েক জন যাত্রী এবং বিমানকর্মী দেখেন বিমানটির ইঞ্জিনের বাইরের অংশ ছিঁড়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০২৪ ১৩:৫১
Share:

ছবি: এক্স (সাবেক টুইটার)।

বিমান উড়তে শুরু করার পরেই বিপত্তি। টুকরো টুকরো হয়ে গেল বিমানের ইঞ্জিনের একাংশ। আমেরিকায় সাউথওয়েস্ট এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-এ ঘটনাটি ঘটেছে। যদিও সেই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি প্রকাশ্যে আসার কিছু ক্ষণ পরেই চালক জরুরি ভিত্তিতে বিমানটির অবতরণ করান। পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার সকালে আমেরিকার ডেনভার থেকে হিউস্টনের উদ্দেশে রওনা দেয় বোয়িং ৭৩৭ বিমানটি। বিমান রানওয়ে দিয়ে ছুটে যাওয়ার সময় বেশ কয়েক জন যাত্রী এবং বিমানকর্মী দেখেন বিমানটির ইঞ্জিনের বাইরের অংশ ছিঁড়ে গিয়েছে। বিমানকর্মীরা বিমানের চালককে বিষয়টি জানান। ফলস্বরূপ, উড়তে শুরু করার ২৫ মিনিটের মধ্যেই আবার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করান চালক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানে প্রায় ১৫০ জন যাত্রী ছিলেন। বিমান রানওয়ে দিয়ে যাওয়ার সময় একটি ঝাঁকুনি অনুভব করেন তাঁরা। এর পরেই বিষয়টি প্রকাশ্যে আসে। দ্রুত পদক্ষেপ করে সকলকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য বিমানের চালককে ধন্যবাদ দিয়েছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement