Thailand

‘অপহরণ’ করে আনা বিড়ালছানাকে কোলে বসিয়ে কলা খাওয়াচ্ছে বাঁদর! ভিডিয়ো ভাইরাল

সেই কলা নিজে় খেতে খেতে বিড়ালছানাটিকেও খাওয়ানোর চেষ্টা করছে সে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৮
Share:

বাঁদরের কোলে বসে রয়েছে বিড়াল ছানা। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়ির সামনের ছাদে বসে আছে একটি বাঁদর। সেই বাঁদর নিজের কোলে বসিয়ে রেখেছে একটি বিড়াল ছানাকে। বাঁদরের হাতে রয়েছে কলা। সেই কলা নিজে খেতে খেতে বিড়ালছানাটিকেও খাওয়ানোর চেষ্টা করছে সে।

Advertisement

এই ঘটনা তাইল্যান্ডের রায়োংয়ে। সেই ঘটনা ক্যামেরাবন্দি করে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন চ্যান ডিএফসি নামের এক ইউজার। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।

সেখানকার এক স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিড়ালছানাটিকে আশপাশ থেকে ‘অপহরণ’ করে নিজের কাছে এনে রেখেছিল বাঁদরটি। ভিডিয়োতে বেশ কিছু মহিলাকে চিৎকার করে বিড়ালটিকে সাবধান করতেও দেখা গিয়েছে।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের বয়ান অনুসারে, এই ঘটনার পরের দিন, বিড়ালছানাকে কোলে নিয়ে বানরটিকে আবার দেখা গিয়েছিল। কিন্তু তার পর আর তাদের দেখা যায়নি।

আরও পড়ুন: শিল্পপতিদের ‘আকৃষ্ট’ করতে বেলি ডান্স! পাক চেম্বার অফ কমার্সের অনুষ্ঠানের ভিডিয়ো ভাইরাল

আরও পড়ুন: নখ কাটতে ভয়, তাই অজ্ঞানের অভিনয়! সারমেয়র কীর্তি দেখে হেসে লুটোপুটি নেটদুনিয়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement