China

অনলাইনে মুদি দোকানের জিনিসপত্র অর্ডার করল এই বাঁদর! দেখুন ভিডিয়ো

সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই নেটিজেনরা আলোচনায় মেতেছেন ওই বাঁদরকে নিয়ে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ১২:৪৯
Share:

পালিকার মোবাইল থেকে অনলাইনে অর্ডার করল বাঁদর। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

পালিকার মোবাইল ব্যবহার করে অনলাইনে মুদি দোকানের জিনিসপত্র অর্ডার দিয়ে চমকে দিল এই বাঁদর। সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই নেটিজেনরা আলোচনায় মেতেছেন ওই বাঁদরকে নিয়ে।

Advertisement

ওই বাঁদরের পালিকা হলেন এলভি মে‌ঙমেঙ। তিনি চিনের চ্যাঙঝাউ শহরের ইয়ানচেঙ ওয়াইল্ড অ্যানিম্যাল ওয়ার্ল্ডে কাজ করেন। সম্প্রতি তিনি দেখেন তাঁর অ্যাকাউন্ট থেকে অর্ডার দেওয়া হয়েছে মুদি দোকানের জিনিসপত্র। বাড়িতে থাকা সিসিটিভি ফুটেজ দেখার পরই বিষয়টি পরিষ্কার হয় তাঁর কাছে। তিনি দেখেন, তাঁর পোষ্য বাঁদরটিই এই ঘটনা ঘটিয়েছে।

যদিও মেঙমেঙ তাঁর পোষ্যের দেওয়া অর্ডার বাতিল করেননি। স্থানীয় এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, বাড়ির দরকারি জিনিসপত্র অর্ডার করেছিল বাঁদরটি। তাই সেই অর্ডার বাতিলের পথে তিনি হাঁটেননি। অনলাইনে তিনি প্রায়শই মুদি দ্রব্য অর্ডার করে থাকেন। তা দেখেই হয়ত তাঁর পোষ্য অর্ডার করার কৌশল শিখেছে বলে জানিয়েছেন মেঙমেঙ।

Advertisement

আরও পড়ুন: মাথায় অতিরিক্ত লেজ নিয়ে জন্মেছে এই কুকুরছানা

আরও পড়ুন: গঙ্গাফড়িংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ শহরবাসী, মন্ত্রী বললেন বিরিয়ানি বানাতে!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement