Viral Video

চার্জিং প্লাগের ভিতর ফ্রিজ, টিভি সমেত আস্ত একটা ঘর! দেখুন ভিডিয়ো…

সম্প্রতি তাঁর সেই মিনিয়েচর শিল্পের একটি নিদর্শন তিনি তুলে ধরেছেন টুইটারে। তার পরেই সেই শিল্পকলায় মজেছে নেটদুনিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৪:৫৬
Share:

প্লাগের ভিতর ঘর। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

জাপানি শিল্পী মোজু। থাকেন টোকিয়োতে। বয়স ২১। কিন্তু, এই বয়সেই মিনিয়েচার শিল্প বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নেটিজেনদের। সম্প্রতি তাঁর সেই মিনিয়েচর শিল্পের একটি নিদর্শন তিনি তুলে ধরেছেন টুইটারে। তার পরেই সেই শিল্পকলায় মজেছে নেটদুনিয়া।

Advertisement

নিজের তৈরি সেই মাস্টারপিসের নাম মোজু রেখেছেন, ‘দ্য সিক্রেট বেস অব কুবিতো’। চার্জিং প্লাগের-দেওয়ালের সেই ছোট খোপে মোজু রেখেছেন ঘরে থাকা রোজ-দিনের জিনিস।

সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, দরজার মতো করে প্লাগ সরালেন তিনি। তাতেই বেরিয়ে এল ভিতরের সেই খোপ। সেখানে রয়েছে টেবিল-চেয়ার, কম্পিউটার। তার পাশেই ফ্রিজ, ফ্রিজের উপর মাইক্রোআভেন। টিভি, জল গরম করা ফ্লাক্স ছাড়াও টুকিটাকি কিছু জিনিসও রয়েছে ওইটুকু জায়গায়। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

‘দ্য সিক্রেট বেস অব কুবিতো’ তৈরি করতে মোজুর সময় লেগেছে প্রায় চার মাস। তাঁর উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। সেই ভিডিয়ো আপলোড করে মোজু লিখেছেন, ‘যদি তুমি ছোটও হও, সিক্রেট বেস দেওয়ালে বানিয়ো না।’

আরও পড়ুন: সান্তা সেজে স্কুলের বাচ্চাদের বড়দিনের উপহার দিল হাতির দল!

আরও পড়ুন: হাজার হাজার সুন্দরী কেন এমন করে চুল বাঁধতে শুরু করলেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement