ধসের জেরে এ ভাবেই ভেসে যাচ্ছে গাড়ি। ছবি ইউটিউব ভিডিয়োর দৃশ্য।
প্রাকৃতিক দুর্যোগ যে কতটা শক্তিশালী হতে পারে, তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সেই মুহূর্ত যদি ক্যামেরাবন্দি হয়, তাহলে আমরা তাঁর ভয়াবহতা সম্পর্কে কিছুটা আন্দাজ পেতে পারি। যেমন পাওয়া গেল চিনের পূর্ব অংশের ফুজিয়ান প্রদেশের য়ুপিং শহরে ঘটা ধসের ঘটনায়।
আচমকা ধস নামার দৃশ্য বন্দি হয়েছে সিসিটিভি ক্যামেরায়। আর সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় চড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তায় সারিবদ্ধভাবে পার্কিং করা হয়েছে প্রচুর গাড়ি। সেই শান্ত রাস্তায় হঠাৎ হুড়মুড়িয়ে নামল ধস। আর সেই ধসের জেরে ভেসে যেতে লাগল রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলি। গাড়িগুলির ভেসে যাওয়া দেখে মনে হচ্ছে, সেগুলো যেন খেলনা।
চিনের স্থানীয় সংবাদ পত্রের খবর অনুসারে, চিনের ওই প্রদেশে ভারী বৃষ্টিপাতের জেরে নেমেছিল এই ধস। ধস নামার পরেই বিপর্যয় মোকাবিলা দল দ্রুত পৌঁছে সেখানকার বাসিন্দাদের উদ্ধার করে। যদিও ভাগ্যক্রমে এই ধসে কেউ হতাহত হননি।
দেখুন ধসের জেরে গাড়ি ভেসে যাওয়ার সেই ভিডিয়ো-
আরও পড়ুন: ঝাঁপিয়ে এসে মোবাইল কেড়ে সেলফি তুলতে শুরু করল বাঁদর!
আরও পড়ুন: এক বছরের বাচ্চাকে কেউ এই ভাবে মারে!