Car

‘যেমন কর্ম তেমন ফল’ হাড়ে হাড়ে টের পেল এই চোর!

সেখানে ধাক্কা খেয়ে ইঁট ফিরে এসে লাগে চোরের মুখে। ব্যাথায় বসে পড়ে সে। তার পর আর চুরির সাহস দেখায়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৯ ১৩:২৩
Share:

নিজের ছোড়া ইট এসে লাগল নিজেরই মুখে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

বাড়ির সামনে দাঁড় করানো আছে গাড়ি। হুডি পরে চোর এসেছে সেখানে চুরি করতে। কিন্তু গাড়ির কাঁচ তোলা ও দরজাও লক করা। তাই সুবিধা করতে না পেরে গাড়ির কাঁচ ভাঙতে উদ্যত হল চোর। গাড়ির পাশে পড়ে থাকা থান ইট তুলে ছুড়ে মারল গাড়ির সামনের কাঁচের দিকে। কিন্তু ভাগ্যক্রমে সেই ইট গাড়ির কাঁচে না লেগে, পাশে গিয়ে লাগে। আর সেখানে ধাক্কা খেয়ে ইট ফিরে এসে লাগে চোরের মুখে। ব্যাথায় বসে পড়ে সে। তার পর আর চুরির সাহস দেখায়নি। চুপচাপ ইট ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায় চোর।

Advertisement

সম্প্রতি এই ঘটনা ঘটেছে মার্টিন ক্রেগের বাড়ির সামনে। ইংল্যান্ডের ব্রান্ডন গ্রামের বাসিন্দা ক্রেগের বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। হুইলচেয়ারে বন্দি ক্রেগ এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভাইরাল হয়েছে।

এই ভিডিয়ো দেখে হাসাহাসির পাশাপাশি নিজেদের মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। তাঁদের সকলের মুখে একটাই কথা- ‘যেমন কর্ম তেমন ফল’।

Advertisement

আরও পড়ুন: রাস্তা না সারানোর শাস্তি, ট্রাকের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে মেয়রকে ঘোরালেন বাসিন্দারা!

আরও পড়ুন: বিমানের সঙ্গে পাঁচ বছরের প্রেম! ‘শারীরিক’ সম্পর্কও রয়েছে এই মহিলার!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement