Viral Video

সমুদ্র সৈকতে প্রোপোজ করার সময় কী ঘটল দেখুন

সেখানে গিয়ে প্রোপোজ করার সময় যা ঘটেছে, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই ব্যক্তির প্রেমিকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২০ ১১:০৯
Share:

প্রোপোজ করার আগে পড়লেন পিছলে। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

সঙ্গিনীকে প্রোপোজ করার সময়টা সকলেই স্মরণীয় করে রাখতে চান। আমেরিকার মিশিগানের এক ব্যক্তিও প্রেমিকাকে প্রোপোজ করতে গিয়েছিলেন সমুদ্র সৈকতে। কিন্তু সেখানে গিয়ে প্রোপোজ করার সময় যা ঘটেছে, সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই ব্যক্তির প্রেমিকা। তা দেখে হেসে লুটোপুটি খাচ্ছেন নেটাগরিকরা।

Advertisement

গত সপ্তাহে লোগান জ্যাকসন গিয়েছিলেন মিশিগানের সমুদ্র সৈকতে। সঙ্গে ছিলেন প্রেমিকা মারিয়া গুলিওট্টা। প্রোপোজ করার জন্য জ্যাকসন সঙ্গে নিয়ে গিয়েছিলেন আংটি। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সৈকতে একটি কুকুরের সঙ্গে খেলতে ব্যস্ত মারিয়া। সে সময় প্রোপোজ করার প্রস্তুতি নিচ্ছেন জ্যাকসন। পকেট থেকে আংটি বের করে তিনি প্রেমিকার দিকে এগোলেন। যেই এগোতে গেলেন বালিতে পিছলে ধপাস করে পড়লেন মাটিতে।

তা দেখে হাসতে শুরু করলেন তাঁর প্রেমিকাও। এই ভিডিয়োয় মারিয়া ফেসবুকে আপলোড করেছেন। তা দেকে নেটাগরিকরা মজায় মেতছেন। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: মহিলাদের মূত্র দিয়ে পাউরুটি বানান ফ্রান্সের এই মহিলা

আরও পড়ুন: পাল্টে যাবে বহু হিসাব, প্রায় তিন হাজার বছর আগের শহরের খোঁজ মিলল আফ্রিকায়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement