বন্যার জল থেকে রক্ষা করছেন বাচ্চাদের। ছবি ইউটিউব ভিডিয়োর দৃশ্য।
নদীর বাঁধ ভেঙে জলমগ্ন হয়ে পড়েছে শহর। রাস্তা দিয়ে বইছে জলের স্রোত। সেই স্রোতে ভেসে যাচ্ছে দুটি শিশু। ভেসে যেতে যেতে তারা সাহায্যের জন্য আর্তনাদ করছে। সেই আর্তনাদ শুনে বাড়ি থেকে বেরিয়ে জলে ঝাঁপ দিলেন এক যুবক। তার পর নাটকীয় ভঙ্গিতে জলে ভেসে যাওয়া সেই বাচ্চাদের উদ্ধার করলেন তিনি। এই ঘটনার ভিডিয়ো ধরা পড়েছে রাস্তায় থাকা সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
বন্যায় ভেসে যাওয়া বাচ্চাদের উদ্ধারের ঘটনা গত সোমবার ঘটেছে চিনের দাজিশান শহরে। আর নিজের জীবন তুচ্ছ করে বাচ্চাদের জীবন বাঁচানো ওই ব্যক্তির নাম ইউজুন। ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রথমে এক বাচ্চাকে বাঁচিয়ে ফের ঝাঁপ মেরে আর এক জন বাচ্চাকে তুলে আনলেন তিনি।
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ইউজুনের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। কেউ তাঁকে বলেছেন, ‘প্রকৃত হিরো’। কেউ বলেছেন, ‘সত্যিকারের সুপার হিরোদের মাস্ক লাগে না।’ দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন: স্নানের সময় এটি ব্যবহার করলে নষ্ট হবে না মেক আপ!
আরও পড়ুন: ব্যায়াম এড়াতে এই অলস বিড়ালের কীর্তি দেখলে চমকে যাবেন!