Viral Video

একা মহিলা পুলিশ অফিসারের তাড়া খেয়ে পালাচ্ছে দুষ্কৃতীরা, ভাইরাল ভিডিয়ো

পুলিশ সূত্রে জানা গিয়েছে কিছুক্ষণ পরেই চার দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। পুলিশের উপর হামলা, লাইসন্স ছাড়া বেপরোয়া গাড়ি চালানো,  সহ বেশ কয়েটি ধারায় মামলা রুজু হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে অডিটিও।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৯ ২০:৪১
Share:

পুলিশের গাড়িকে আক্রমণ। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

পুলিশের তাড়া খেয়ে পালাতে দেখেছেন দুষ্কৃতীদের, কিন্তু তাদের এমন মহিলা পুলিশ অফিসারের পাল্লায় পড়তে দেখেছেন আগে? গাড়িতে করে পালাচ্ছিল একদল দুষ্কৃতী। তাদেরকেই তাড়া করেন ওই মহিলা অফিসার। একাধিকবার পাল্টা হামলা চালায় দুষ্কৃতীরা। এমনকি পাথরও ছোঁড়া হয় পুলিশের গাড়ির দিকে। তাতেও দমানো যায়নি এই মহিলা পুলিশ অফিসারকে।

Advertisement

সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে, একটি পুলিশের গাড়ির ড্যাসবোর্ডে লাগানো ক্যামেরায় ‘চোর-পুলিশের’ এই দৌড় রেকর্ড হয়েছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েলসের ঘটনা। ওই মহিলা পুলিশ অফিসারের নাম এমা বিরেল।

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, একটি রুপোলি রঙের অডির গতিবিধি দেখে সন্দেহ হয় এমার । তিনি তাঁর পুলিশের গাড়ি নিয়েই তাদের দিকে এগিয়ে যান। পুলিশের গাড়ি দেখেই পালাতে শুরু করে দুষ্কৃতীরা। তারাও যত স্পিড বাড়াতে থাকে এমার এক্সেলেটরেও তত চাপ বাড়ে। কিন্তু এক সময় দুষ্কৃতীদের দু’জন গাড়ি থেকে বেরিয়ে এসে এমার গাড়ির উইন্স স্ক্রিনে পাথরও ছোঁড়ে। তাতে গাড়ির কাচে ফাটলও ধরে যায়। কিন্তু এমা সেই ঘটনা ওয়াকিটকিতে রিপোর্ট করতে করেতেই ফের তাড়া করতে থাকেন দুষ্কৃতীদের।

Advertisement

আরও পড়ুন: অভিভাবকের অনুপস্থিতিতে সন্তান দুষ্টুমি নিয়ন্ত্রণে রাখতে অভিনব পন্থা

দুষ্কৃতীরা এতটাই আক্রমণাত্বক ছিল যে তারা বেশ কিছুদূরে দাঁড়িয়ে পড়ে। এমার গাড়ি তাদের কাছে এলেই, রিভার্সে এনে পুলিশের গাড়িকে ধাক্কা মেরে পালায়নোর চেষ্টা করে। কিন্তু এমা কিছুতেই দুষ্কৃতীদের ছাড়ার পাত্রী ছিলেন না।

আরও পড়ুন: সিনেমা দেখে হৃতিকের প্রশংসা, স্ত্রীকে খুন করে স্বামী আত্মঘাতী

পুলিশ সূত্রে জানা গিয়েছে কিছুক্ষণ পরেই চার দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। পুলিশের উপর হামলা, লাইসন্স ছাড়া বেপরোয়া গাড়ি চালানো, সহ বেশ কয়েটি ধারায় মামলা রুজু হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে অডিটিও।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement