Viral Video

বড়দের সঙ্গে তাল মিলিয়ে ড্রাম বাজাচ্ছে পাঁচ বছরের খুদে! মোহিত নেটদুনিয়া

ওই খুদের ড্রাম বাজানোর ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। ওই খুদের ড্রাম বাজানোর মুন্সিয়ানায় মোহিত নেটদুনিয়া। 

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৯ ১৮:৫৮
Share:

বড়দের সঙ্গে তাল মিলিয়ে ড্রাম বাজায় পাঁচ বছরের জেরেমিয়া। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

পাঁচ বছরের জেরেমিয়া ট্রাভিস। সে পড়ে আমেরিকার লুইসিয়ানার গ্রিনবার্গের সেন্ট হেলেনা আর্লি লার্নিং সেন্টারে। ড্রাম বাজানো তার নেশা। সেন্ট হেলেনা আর্টস কলেজ অ্যান্ড কেরিয়ারের ছাত্রদের তাল মিলিয়ে ড্রাম বাজায় সে। তিন বছর বয়স থেকেই বড়দের সঙ্গে ড্রাম বাজাচ্ছে জেরেমিয়া। সিনিয়র ছাত্রদের সঙ্গে পাঁচ বছরের ওই খুদের ড্রাম বাজানোর ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। ওই খুদের ড্রাম বাজানোর মুন্সিয়ানায় মোহিত নেটদুনিয়া।

Advertisement

জেরেমিয়ার পারিবারিক বন্ধু অ্যানাসতাশিয়া ইয়ং জানিয়েছেন, গত দু’বছর ধরে ক্রেস্টেরন ফ্রে-র পরিচালনায় ড্রাম বাজাচ্ছে সে। আর কলেজ ব্যান্ডের পরিচালক ক্রেস্টেরন ফে জেরেমিয়ার ব্যাপারে বলেছেন, ‘‘দু’বছর আগে ও প্রথম এসেছিল ড্রাম বাজাতে। তখন আমি ভেবেছিলাম এইটুকু ছেলে কি বাজাতে পারবে! কিন্তু এখন অন্য ছাত্রদের মতোই ব্যান্ডে নিয়মিত ব্যান্ড বাজায়। আমরা ওকে বাচ্চা ছাত্র হিসাবে দেখি না। আর পাঁচজনের মতোই গণ্য করা হয় জেরেমিয়াকে।’’

দেখুন পাঁচ বছরের জেরেমিয়ার ড্রাম বাজানোর ভিডিয়ো-

Advertisement

আরও পড়ুন: ছ’ফুটের স্পার্ম ডোনারের থেকে বামন সন্তান! আদালতের দ্বারস্থ মা

আরও পড়ুন: বাড়ির পাঁচটা ঘরে প্লাগ পয়েন্ট ৩২০টি!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement