Viral video

রোজ বন্ধুদের ডেকে নিয়ে সাঁতার কাটতে যায় এই হাঁসের দল

এক ব্যক্তি প্রথম লক্ষ্য করেন তাঁর বাড়ির হাঁসগুলিকে পাশের বাড়ির হাঁসগুলি প্রায় দিনই ডাকতে আসছে। এর পর ১১টি হাঁস এক সঙ্গে কাছের নদীতে সাঁতার কাটতে যাচ্ছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২০ ১৪:৫০
Share:

প্রতীকী চিত্র। ছবি: শাটারস্টক থেকে নেওয়া।

মানুষের মতো পশু পাখিদের মধ্যেও কেমন গাঢ় বন্ধুত্ব হয়, তার উদাহরণ হতে পারে এই ভিডিয়ো। বাচ্চারা যেমন এক সঙ্গে খেলতে যাওয়ার জন্য পাড়ার সব খেলার সঙ্গীকে ডেকে ডেকে মাঠে নিয়ে যায়, ১১টি হাঁসও ঠিক তেমনই করছে। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

চিনের সংবাদমাধ্যম পিপলস ডেইলি ইউটিউবে একটি ভিডিয়ো আপলোড করেছে। সেখানে বলা হয়েছে, এক ব্যক্তি প্রথম লক্ষ্য করেন তাঁর বাড়ির হাঁসগুলিকে পাশের বাড়ির হাঁসগুলি প্রায় দিনই ডাকতে আসছে। এর পর ১১টি হাঁস এক সঙ্গে কাছের নদীতে সাঁতার কাটতে যাচ্ছে। আবার সন্ধ্যাবেলা যে যার বাড়িতে ফিরে আসছে। ওই ব্যক্তি ক্যামেরাবন্দি করেন গোটা ঘটনা। ভিডিয়োতে বলা হয়েছে, পথে কেউ যদি কোনও হাঁস পিছিয়ে পড়ে, তবে বাকিরা তার জন্য অপেক্ষা করতে থাকে।

ভিডিয়োটি পিপলস ডেইলি চায়নার ইউটিউব চ্যানেলে ১০ মার্চ আপলোড হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি প্রায় ১৫ হাজার বার দেখা হয়েছে।প্রচুর নেটাগরিকভিডিয়োটিতে কমেন্ট করেছেন। এমন বন্ধুত্ব খুব কমই দেখা যায় বলে মন্তব্য করেছেন তাঁরা।

Advertisement

আরও পড়ুন: করোনায় সতর্ক করতে সিডনির আকাশেও হাত ধোয়ার বার্তা!

আরও পড়ুন: ‘করোনা ভাইরাস আসছে’, ৭ বছর আগেই টুইট করে দিয়েছিলেন এক ইউজার!

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement