Viral Video

দিনে ডাকাতি! বাস থামিয়ে ‘লুটপাট’ চালাল হাতি

দিনে দুপুরে হাতির ‘ডাকাতির’ এই দৃশ্য ক্যামেরা বন্দি হয়েছিল শ্রীলঙ্কার কাটারাঙ্গামাতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২০ ১১:০৮
Share:

রাস্তায় দাঁড়িয়ে বাস থামাচ্ছে হাতি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে ছুটে চলেছে বাস। মাঝ পথে চালক দেখলেন রাস্তা আটকে দাঁড়িয়ে রয়েছে একটি হাতি। সঙ্গে সঙ্গে তিনি বাস থামিয়ে দিলেন। বাস থামাতেই হাতিটি এল বাসের কাছে। তার পর চালকের আসের পাশের জানলা দিয়ে শুঁড় ভরে দিল বাসের ভিতর। তার শুঁড়ের চাপে আসনে তখন প্রায় চেপে গিয়েছেন চালক। কিন্তু হাতিটির নজর সে দিকে নেই। তার নজর বাসের মধ্যে থাকা খাবারের দিকে। শুঁড় দিয়ে সে চালাতে থাকে ‘লুটপাট’। শেষে বাসের মধ্যে থাকা কলার ছড়া শুঁড়ে করে বের করে নেয় সে। তার পরই ‘মুক্তি’ পান চালক। বাস নিয়ে যেতে পারেন সেখান থেকে।

Advertisement

দিনে দুপুরে হাতির ‘ডাকাতির’ এই দৃশ্য ক্যামেরা বন্দি হয়েছিল শ্রীলঙ্কার কাটারাঙ্গামাতে। ২০১৮ সালে। সেই ভিডিয়ো সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার পারভিন কাসওয়ান। যা ইতিমধ্যেই দেখা হয়েছে প্রায় সাড়ে ৭ লক্ষ বার।

নেটাগরিকরা হাতির কাণ্ড দেখে রীতিমতো মজা পেয়েছেন। হাতির এই কাণ্ডকে নানা বিশেষণে ভরিয়েছেন তাঁরা। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement