চিতাবাঘ ও পাইথনের লড়াই। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
কেনিয়ার মাসাই মারা ট্রাঙ্গেল রিজার্ভে ঘুরতে গিয়ে বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন এক দল পর্যটক। দূর থেকে তাঁরা চাক্ষুস করলেন চিতাবাঘের সঙ্গে বিশাল এক পাইথন মুখোমুখি লড়াই। সেই লড়াইয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।
সেখানে দেখা যাচ্ছে, বিশাল পাইথনক দেখে দাঁড়িয়ে পড়ল চিতাবাঘটি। দু’জনে চোখে চোখ রেখে দাঁড়িয়ে একে অপরের সামনে। কেউ কাউকে আক্রমণ করছে না। তার পরই হঠাৎ চিতাবাঘটিকে আক্রমণ করে বসে পাইথনটি। তার পরই শুরু হয় লড়াই। এক সময় নিজের শরীর দিয়ে চিতাকে পুরো জড়িয়ে ধরেছিল সাপটি। কিন্তু সেখান থেকে নিজেকে বের করে, পাইথনের মাথায় পাল্টা কামড় বসিয়ে দেয় সে। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে চিতাবাঘটি।
এই বিরল দৃশ্যের সাক্ষী থাকা পর্যটক মাইক ওয়েলটন এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘ভয়ঙ্কর দৃশ্য দেখলাম আমরা। চিতাবাঘটি মরে যেত। কিন্তু কোনও রকমে বেঁচেছে। তার পর পাইথনের মাথা কামড়ে ধরে।’’ দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন: মেয়েকে ‘বুকের’ দুধ খাওয়াচ্ছেন বাবা! দেখে আবেগতাড়িত নেটদুনিয়া
আরও পড়ুন: ‘পপাই’-এর মতো বাইসেপ করতে হাতে পেট্রোলিয়াম জেলি ভরার পরিণাম টের পাচ্ছেন এই যুবক