Viral Video

দোতলা উঁচু পোল থেকে মাটিতে নতর্কী! কিন্তু নাচ থামাননি

সপ্তাহান্তে বিনোদনের খোঁজে বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমান সেখানে। নর্তকীরা স্ট্রিপ ডান্স করে মনোরঞ্জন করেন।

Advertisement

সংবাদ সংস্থা

ডালাস শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০ ১১:৪৭
Share:

পোল থেকে নীচে স্ট্রিপডান্সার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

আমেরিকার ডালাসে রয়েছে এক্সট্যাসি ক্যাবারে। সপ্তাহান্তে বিনোদনের খোঁজে বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমান সেখানে। নর্তকীরা স্ট্রিপ ডান্স করে মনোরঞ্জন করেন। সম্প্রতি সেখানে স্ট্রিপ ডান্স করছিলেন জিনিয়া স্কাই নামের এক যুবতী। মুহূর্তের অসাবধানতায় দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। সেই ভিডিয়োয় ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এক কোটিরও বেশি ইউজার।

Advertisement

সেখানে দেখা যাচ্ছে, প্রায় দোতলা বাড়ির উচ্চতার পোলে চড়ে আছেন জিনিয়া। পোলের উপরে তিনি নানা শরীরী বিভঙ্গ দেখাচ্ছেন। অপর একজন তখন নীচে নাচ দেখাচ্ছেন। এই করতে করতেই অত উঁচু পোল থেকে হাত পিছলে মুখ থুবড়ে মাটিতে পড়লেন তিনি। কিন্তু চরম চোট পেয়েও না থেমে নাচ চালিয়ে যেতে লাগলেন।

জানা গিয়েছে, এই পড়ার জেরে চোয়াল ভেঙে যায় ও একাধিক জায়গায় আঘাত লাগে তাঁর। কিন্তু তবুও নিজের কাজে অবিচল ছিলেন তিনি। এই ভিডিয়ো দেখে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: সাড়ে ৫ বছর জেল হাফিজ সইদের

এই ঘটনার পরের দিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো করেন জিনিয়া। সেখানে তাঁর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সঙ্গে সকলকে জানিয়েছেন, তিনি এখন ভাল আছেন। দেখুন সেই ভিডিয়ো—

This isn’t for attention. This video is to update everyone and thank you guys for all the love and support. I’m truly blessed and I appreciate everyone’s kind messages. Thank you so much 🙏🏽💜

A post shared by @ genea_sky on

আরও পড়ুন: জাপানি জাহাজে আক্রান্ত ২ ভারতীয়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement