পোল থেকে নীচে স্ট্রিপডান্সার। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
আমেরিকার ডালাসে রয়েছে এক্সট্যাসি ক্যাবারে। সপ্তাহান্তে বিনোদনের খোঁজে বিভিন্ন বয়সের মানুষ ভিড় জমান সেখানে। নর্তকীরা স্ট্রিপ ডান্স করে মনোরঞ্জন করেন। সম্প্রতি সেখানে স্ট্রিপ ডান্স করছিলেন জিনিয়া স্কাই নামের এক যুবতী। মুহূর্তের অসাবধানতায় দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। সেই ভিডিয়োয় ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। যা ইতিমধ্যেই দেখে ফেলেছেন এক কোটিরও বেশি ইউজার।
সেখানে দেখা যাচ্ছে, প্রায় দোতলা বাড়ির উচ্চতার পোলে চড়ে আছেন জিনিয়া। পোলের উপরে তিনি নানা শরীরী বিভঙ্গ দেখাচ্ছেন। অপর একজন তখন নীচে নাচ দেখাচ্ছেন। এই করতে করতেই অত উঁচু পোল থেকে হাত পিছলে মুখ থুবড়ে মাটিতে পড়লেন তিনি। কিন্তু চরম চোট পেয়েও না থেমে নাচ চালিয়ে যেতে লাগলেন।
জানা গিয়েছে, এই পড়ার জেরে চোয়াল ভেঙে যায় ও একাধিক জায়গায় আঘাত লাগে তাঁর। কিন্তু তবুও নিজের কাজে অবিচল ছিলেন তিনি। এই ভিডিয়ো দেখে মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: সাড়ে ৫ বছর জেল হাফিজ সইদের
এই ঘটনার পরের দিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিয়ো করেন জিনিয়া। সেখানে তাঁর পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। সঙ্গে সকলকে জানিয়েছেন, তিনি এখন ভাল আছেন। দেখুন সেই ভিডিয়ো—
A post shared by @ genea_sky on
আরও পড়ুন: জাপানি জাহাজে আক্রান্ত ২ ভারতীয়