প্রতীকী ছবি টুইটার থেকে নেওয়া।
নদীতে যাচ্ছে নৌকা। সেই নৌকার সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছে বিশালাকার একটি কুমির। সেই ঘটনার ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল। সেই ভিডিয়োতে কুমিরের সাঁতার কাটার গতি চমকে দিয়েছে নেটাগরিকদের।
অস্ট্রেলিয়ার নর্থ কুইন্সল্যান্ডের এক স্থানে সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন অ্যালেক ডান ও তাঁর বন্ধু। নৌকায় ঘুরতে ঘুরতে তাঁরা হঠা়ৎ দেখেন, একটি কুমির তাঁদের নৌকার সঙ্গে পাল্লা দিয়ে আসছে। তখনই সেই ঘটনার ভিডিয়ো করেন তাঁরা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, কুমিরটি প্রায় সাড়ে চার মিটার লম্বা। সাধারণত কুমির যে গতিতে জলে চলে ফেরা করে, তার থেকে অনেক জোরে সে সাঁতরাচ্ছে। দেখুন সেই ভিডিয়ো—
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কুমিরের এই আচরণ মোটেই স্বাভাবিক নয়। তাঁদের মনে হয়েছে, সেখান দিয়ে নৌকা যাওয়ায় উত্তেজিত হয়ে পড়ে সে। ড্যানিয়েল রামসি নামের এক সরীসৃপ বিশেষজ্ঞ বলেছেন, ‘‘কুমিররা সাধারণত এ রকম আচরণ করে না। যখন তারা শিকার ধরার মতলবে থাকে তখন জলের তলা দিয়েই যায়। সেই সময় মাঝে মধ্যে বাতাসের জন্য উপরে মুখে তোলে।’’
আরও পড়ুন: কিমের দেশে করোনা-দাওয়াই বন্দুকের নলে!
আরও পড়ুন: ১৫ বছরে কোনও পুরুষ সাপের সংস্পর্শে না এসেও ডিম পাড়ল ৬২ বছরের স্ত্রী পাইথন!