Viral video

ঢেঁকিকলের হাত ধরে মুছে গেল মার্কিন-মেক্সিকো সীমারেখা

মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ মেক্সিকোর সানল্যান্ড পার্ক ও মেক্সিকোর কুইদাদের মাঝে বাচ্চাদের খেলার এই তিনটি গোলাপী সি-স বা ঢেঁকিকল বসানো হয়। আর শুধু শিশুরাই নয় এই ঢেঁকিকলে উঠতে দেখা গেল দুই দেশের প্রাপ্তবয়স্কদেরও।

Advertisement
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৯ ১৮:২৮
Share:

মার্কিন-মেক্সিকো সীমানায় ঢেঁকিকলে খেলছে শিশুরা। ছবি: ইউটিউব থেকে নেওয়া।

শিশুদের কোলাহল মুছে দিল দুই দেশের সীমানার বাধা। ক্যালিফোর্নিয়ার দুই অধ্যাপক মার্কিন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমানায় লোহার বেড়ার ফাঁকে বাচ্চাদের খেলার তিনটি ঢেঁকিকল বসিয়ে দিয়েছেন। আসলে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরোধিতার প্রতীক। ট্রাম্প চাইছেন দুই দেশের মধ্যে ২ হাজার কিলোমিটার জুড়ে পাঁচিল তুলে দিতে।

Advertisement

সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রে নিউ মেক্সিকোর সানল্যান্ড পার্ক ও মেক্সিকোর কুইদাদের মাঝে বাচ্চাদের খেলার এই তিনটি গোলাপী সি-স বা ঢেঁকিকল বসানো হয়। ফলে দুই দেশের শিশুরা একসঙ্গে খেলতে পারছে। আর শুধু শিশুরাই নয় এই ঢেঁকিকলে উঠতে দেখা গেল দুই দেশের প্রাপ্তবয়স্কদেরও।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলের স্থাপত্যবিদ্যার অধ্যাপক রোনাল্ড রায়েল ও সান হোসে ইউনিভার্সিটির ডিজাইনের অধ্যাপক ভার্জিনিয়া সান ফ্রাটেলো যৌথভাবে এই প্রকল্পটি রূপায়ণ করেন। এটি তাঁদের দীর্ঘ দিনের পরিকল্পনা বলেও জানান। আজ এই প্রকল্প বাস্তবের মুখ দেখায় তাঁরা খুশি।

Advertisement

আরও পড়ুন : বালুচিস্তানে বিস্ফোরণে নিহত ৫, আহত ৩৮, ক্যামেরায় ধরা পড়ল ঘটনা

আরও পড়ুন : নদীতে দিব্যি ভেসে চলেছে পাঁচতলা বিল্ডিং

ঢেঁকিকলে শিশু ও প্রাপ্তবয়স্কদের এভাবে খেলার ভিডিয়ো মঙ্গলবার আপলোড হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপর সেটি ভাইরাল হতে সময় নেয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement