Viral video

কত কাজে লাগে গরম কফি! বরফে ঢেলে দিতেই বেরিয়ে এল তিন বিড়াল ছানা

এই ভিডিয়ো পোস্ট করার সঙ্গে কেন্ডাল আবেদন করেন, কেউ যদি চান এই বিড়াল ছানাগুলিকে দত্তক নিতে পারেন। তাঁর সেই পোস্ট দেখে এক পরিবার যোগাযোগ করে। তিনটি বিড়াল ছানাকেই নিয়ে যান তাঁদের সঙ্গে।

Advertisement

সংবাদ সংস্থা

ড্রেটন ভ্যালি, কানাডা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১৪:৫৪
Share:

কফি ঢেলে বরফ থেকে উদ্ধার ৩ বিড়াল ছানা। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

ঘুম কাটাতে, সামান্য এনার্জি জোগাড় করতে বা টাইম পাস, কত কাজেই না লাগে এক কাপ কফি। কিন্তু কখনও ভেবেছেন এক কাপ গরম কফি মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারে তিনটি অবলা প্রাণীকে। এমনই একটি ভিডিয়ো পোস্ট হয়েছে কানাডা থেকে। সেখানে জমে যাওয়া বরফের মধ্যে শক্ত হয়ে আটকে যায় তিনটি বিড়াল ছানা। তাদের উদ্ধার করেন স্থানীয় ব্যক্তি।

Advertisement

কানাডার ড্রেটন ভ্যালি এলাকার বাসিন্দা কেন্ডাল ডুইস ২২ জানুয়ারি তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে একটি ভিডিয়ো ও ছবি পোস্ট করেন। তাঁর বাড়ির কাছে একটি গর্তের জল জমে গিয়েছিল। আর সেখানে বরফের মধ্যে আটকে যায় তিনটি বিড়াল ছানা। দেখতে পেয়ে তিনি উদ্ধার করতে যান। কিন্তু উদ্ধার করতে গিয়ে দেখেন যতটা সহজ ভেবেছিলেন, বিষয়টা অত সহজ নয়।

তিনটি বিড়ালের পা, লেজ বরফের মধ্যে শক্ত হয়ে আটকে রয়েছে। প্রথমে আলতো করে টেনে বের করার চেষ্টা করেন কেন্ডাল। একটি বিড়াল বেরিয়ে এলেও বাকি দু’টিকে কিছুতেই বের করা যাচ্ছিল না। বরফ ভেঙে বা গলিয়ে সেগুলিকে বের করতে হত। কারণ বেশি টানাটানি করতে গেলে বিড়াল ছানা দু’টিরচোট লাগতে পারত, ছিঁড়ে যেতেও পারতো লেজ।

Advertisement

আরও পড়ুন: অফিস যাওয়ার তাড়ায় স্নান করার সময় নেই? দেখুন এই সহজ সমাধান

হাতের কাছে উপায় না পেয়ে নিজের গ্লাস থেকেই গরম কফিই ঢেলে দেন কেন্ডাল। গরম কফির তাপে বরফ কিছুটা গলে যায়। এবার অল্প টান দিতেই বেড়াল ছানা দু’টি বেরিয়ে আসে বরফের ভিতর থেকে। বিড়ালগুলি তো আবার সেই কফি খেতেও শুরু করে। বিড়াল ছানাগুলি সম্ভবত রাতেই কোনও ভাবে এখানে এসে আটকে পড়েছিল। কেউ যদি তাদের সেখান থেকে উদ্ধার না করতেন, তবে মারাও যেতে পারত বিড়াল ছানাগুলি। কেন্ডাল বিড়াল ছানাগুলিকে উদ্ধার করার ভিডিয়োটি পোস্ট করেন ফেসবুকে।

আরও পড়ুন: গল্প হল সত্যি! মরার ভান করে বাঘের মুখ থেকে রক্ষা, ভাইরাল ভিডিয়ো

এই ভিডিয়ো পোস্ট করার সঙ্গে কেন্ডাল আবেদন করেন, কেউ যদি চান এই বিড়াল ছানাগুলিকে দত্তক নিতে পারেন। তাঁর সেই পোস্ট দেখে এক পরিবার যোগাযোগ করে। তিনটি বিড়াল ছানাকেই নিয়ে যান তাঁদের সঙ্গে।

আরও পড়ুন: ন’তলা থেকে পড়ে গিয়ে গা ঝেড়ে হাঁটা দিলেন মহিলা!

কেন্ডাল বিড়াল ছানাগুলির আপডেট দিয়েছেন। সেখানে এদিন ছবিও পোস্ট করে জানিয়েছেন এক পরিবার নিয়ে গিয়েছে বিড়াল ছানাগুলিকে। ছবিও পোস্ট করেছেন কেন্ডাল। সেখানে দেখা যাচ্ছে তিন মহিলা তিনটি বিড়াল ছানাকে কোলে নিয়ে পোজ দিচ্ছেন ক্যামেরার সামনে। তাঁদের পিছনে, পায়ের কাছে আরও একটি বিড়ালকে দেখা যাচ্ছে। বোঝাই যাচ্ছে এই পরিবার বিড়াল পছন্দ করে। ফলে উদ্ধার পাওয়া তিনটি বিড়াল ছানা ভালই থাকবে বলে আশা প্রকাশ করেছেন নেটিজেনরা।

দেখুন কেন্ডালের পোস্ট দু'টি:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement