বিমানের মধ্যে বাদুর। ছবি টুইটার ভিডিয়োর দৃশ্য।
আমেরিকার নর্থ ক্যারোলিনা থেকে নেওয়ার্ক যাওয়ার স্পিরিট এয়ারলাইন্সের বিমানে গত বুধবার চড়েছিলেন পিটার স্ক্যাত্তিনি। সেই বিমানে চড়ার পর শুধু তিনি নন, তাঁর মতো শ’খানেক যাত্রী কী অবস্থার সম্মুখীন হয়েছেন সে কথায় তিনি জানিয়েছেন নিজের টুইটার হ্যান্ডেলে। সঙ্গে সেই অবস্থার সম্মুখীন কেন হতে হয়েছিল, তার ভিডিয়োও টুইটারে শেয়ার করেছেন তিনি।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিমানের মধ্যে বসে রয়েছেন যাত্রীরা। তখন হঠাৎ একটি বাদুর বিমানের এ প্রান্ত থেকে ও প্রান্তে চক্কর মারা শুরু করে। আর তার পরই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে গোটা বিমানে। সেই অবস্থাকে ‘বিরক্তিকর’ বলেছেন পিটার।
তবে বিমানের ভিতর বাদুরটি কী করে এল, তা অবশ্য জানা যায়নি। কিন্তু বিমানের মধ্যে আধ ঘণ্টা ধরে দাপিয়ে বেড়িয়েছে সে। তার পর এক ব্যক্তি কোনওমতে সেটিকে কব্জায় আনতে সমর্থ হন।
এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। মজা করে কেউ কেউ বলেছেন, ‘এই বাদুরটিরও রিজার্ভেশন ছিল?’ তো কেউ বলেছেন, ‘ব্যাটপ্লেন’। কিন্তু এই ঘটনার জেরে বিমান সংস্থার উপর ক্ষোভ উগরে দিয়েছেন যাত্রীরা। পিটারের মতো অনেকে আবারবলছেন, ‘জীবনে কোনওদিন এই এয়ারলাইন্সের বিমানে চড়ব না।’
আরও পড়ুন: আত্মহত্যা করতে চেয়েছিলেন, বাঁচিয়ে দিল লিনকিন পার্কের এই গান
আরও পড়ুন: ২২০টি অসফল ডেটিংয়ের শেষে নিজের পোষ্যকেই বিয়ে করলেন এই সুইমসুট মডেল!